যারা লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিলাপ করেছে সেই ফরম বাতিল। দুয়ারে সরকারে ফরম ফিলাপ করতে হবে লক্ষীর ভান্ডার প্রকল্পের জানালেন কালিয়াগঞ্জ পৌরসভা প্রশাসক শচীন সিংহ রায়
1 min readযারা লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিলাপ করেছে সেই ফরম বাতিল। দুয়ারে সরকারে ফরম ফিলাপ করতে হবে লক্ষীর ভান্ডার প্রকল্পের জানালেন কালিয়াগঞ্জ পৌরসভা প্রশাসক শচীন সিংহ রায়
তনময় চক্রবর্তী আগামী ১৬ ই আগস্ট থেকে রাজ্যে চালু হতে চলছে লক্ষীর ভান্ডার প্রকল্পে নাম নথি ভুক্তির প্রক্রিয়া। গত বৃহস্পতিবার এই মর্মে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত প্রকল্প গুলি থেকে শিক্ষা নিয়ে এবার জালিয়াতি রুখতে লক্ষীর ভান্ডার ফর্মের মধ্যে থাকছে বিশেষ ইউনিক নম্বর। এই নম্বর প্রতিটি ফর্মে দেওয়া থাকবে। সেই নম্বরের সঙ্গে প্রাপকের ব্যক্তিগত তথ্য মিলিয়ে দেখা হবে। সেই লক্ষ্যে আগামী ১৬ ই আগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হতে চলছে দুয়ারে সরকারের দ্বিতীয় পর্ব।
আর তার সাথে তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে কালিয়াগঞ্জ শহরে এই লক্ষীর ভান্ডার প্রকল্পে ঘিরে ব্যাপক উৎসাহ ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে সাধারণ মানুষদের মধ্যে। কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক শচীন সিংহ রায় বলেন আগামী ১৬ ই আগস্ট থেকে যে দুয়ারে সরকার হতে চলছে কালিয়াগঞ্জ এ ।সেখানেই লক্ষীর ভান্ডার নামে যে ক্যাম্প অফিস থাকবে। সেখান থেকেই এই প্রকল্পের ফর্ম পাওয়া যাবে এবং সেখানেই পূরণ করে সেটি জমা দিতে হবে। বিগত দিনে যেগুলো ফরম পূরণ করা হয়েছে সেগুলো বাতিল বলে গণ্য করা হয়েছে। তিনি বলেন এর ফলে স্বচ্ছতার সাথে এই প্রকল্পের কাজ করতে সুবিধা হবে। প্রশাসক বলেন তাদের সরকারের অন্যান্য প্রকল্প গুলির মত এটিও একটি অনবদ্য প্রকল্প। যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্কপ্রসূত। যা থেকে সুবিধা পাবেন বাংলার নারী শক্তিরা। সদ্য নির্বাচন কমিশনের এক পরিসংখ্যান থেকে জানা গিয়েছে তৃণমূলের তৃতীয় বার জয়ের বড় কান্ডারী মহিলারা। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি তাদের জন্য দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেটা পূরণ করলেন তিনি। কালিয়াগঞ্জ পৌরসভা প্রশাসক জানান ইউনিক নম্বর ছাড়া ফরম ফিলাপ করা যাবে না। বাইরে থেকে এই ফর্ম কেন যাবেনা। কোন সংগঠন যাতে এই ফর্ম নিয়ে বাইরে অর্থের বিনিময়ে বিক্রি করতে না পারেন তার জন্যই এই ব্যবস্থা। প্রশাসক বলেন যারা সরকারি চাকরি করেন, পেনশন পান কিংবা ভালো বেসরকারি চাকরি করেন তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। অন্যরা মাসে ৫০০ টাকা এবং তপশিলি জাতি উপজাতি সম্প্রদায় ভুক্ত মহিলারা মাসে ১০০০ টাকা করে পাবেন এই প্রকল্পের মাধ্যমে। এদিকে কালিয়াগঞ্জ পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য ঈশ্বর রজক জানান, ইতিমধ্যে দুয়ারে সরকারের কর্মসূচিকে কেন্দ্র করে কালিয়াগঞ্জ পৌরসভা ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। সাধারণ মানুষের পরিষেবা সঠিকভাবে পৌঁছে দেওয়াই হল কালিয়াগঞ্জ পৌরসভার কাজ। আর যেটা করে যাচ্ছে পৌরসভা। তিনি বলেন বিগত দিনে যারা লক্ষীর ভান্ডার প্রকল্পের ফরম ফিলাপ করেছেন সেই ফর্ম বাতিল করা হয়েছে। আগামী ১৬ ই আগস্ট দুয়ারে সরকারের মাধ্যমে যে ক্যাম্প হবে সেখানেই এই প্রকল্পের ফর্ম ফিলাপ করে জমা দেওয়ার কাজ হবে বলে তিনি জানান।