কালিয়াগঞ্জে পৌর নাগরিকদের লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন পত্র পূরণে কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক
1 min readকালিয়াগঞ্জে পৌর নাগরিকদের লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন পত্র পূরণে কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ ১২ আগস্ট: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়ের অনুপ্রেরণায় সারা রাজ্যের সাথে কালিয়াগঞ্জ পৌর সভায় লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন পত্র পূরণের কাজ দ্রুত গতিতে চলছে বলে জানালেন কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক শচিন সিংহ রায়।তিনি বলরন আগামী ১৬ই আগস্ট থেকে দুয়ারে সরকার শুরু হতে যাচ্ছে।দুয়ারে সরকার প্রকল্পে পৌর সভা আবেদন পত্রগুলি
সঠিকভাবে পূরণ হচ্ছে কিনা তার ব্যবস্থ্যা করা হচ্ছে।কালিয়াগঞ্জ পৌর সভায় প্রচুর মহিলারা আবেদন পত্র পূরণ করবার জন্য পৌর সভায় এলে পৌর কর্মীরা তাদের সহযোগিতা করছে বলে কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশক শচিন সিংহ রায় জানান।
পৌর প্রসাশক শচিন সিংহ রায় বলেন ।কালিয়াগঞ্জ ব্লক ও শহরে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর লক্ষীর ভান্ডার প্রকল্পকে কেন্দ্র করে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ।উদ্দীপনা দেখা দিয়েছে।পৌর প্রসাশক শচিন সিংহ রায় বলেন এই।প্রকলে সাধারণ মহিলারা প্রতিমাসে ৫০০ করে টাকা এবং যারা তফশিলি জাতি ও উপজাতির মহিলারা তারা এক হাজার করে প্রতিমাসে পাবেন বলে জানান।জানা যায় শুধু পৌর সভাতেই নয় কালিয়াগঞ্জ ব্লকের ১৭ টি ওয়ার্ডেই লক্ষীর ভান্ডার আবেদন পত্র পূরণের শিবির করে বুঝিয়ে দিচ্ছে বলে জানা যায়।