কালিয়াগঞ্জে ওরিয়েন্ট জুয়েলার্সের পথ চলা শুরু।
1 min readকালিয়াগঞ্জে ওরিয়েন্ট জুয়েলার্সের পথ চলা শুরু।
পিয়া গুপ্তা চক্রবর্তী বিগত ৫৮ বছর ধরে সোনা ও হীরার গহনা র অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান এর নাম ওরিয়েন্ট জুয়েলার্স । জনপ্রিয় এই স্বর্ণ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন স্বর্গীয় বিমল ঘোষ। বর্তমানে তার পুত্র বিপ্লব ঘোষ এই প্রতিষ্ঠানের কর্ণধার। রায়গঞ্জের প্রথম স্থাপনের পর বর্তমানে বালুরঘাট শিলিগুড়ি ধুপগুড়ি ইসলামপুর এর পর অষ্টম শাখার উদ্বোধন হলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড় এ এলআইসি বিল্ডিং এর নিচতলায়।
বুধবার কালিয়াগঞ্জ এর শোরুমের ফিতে কেটে উদ্বোধন করলেন প্রতিষ্ঠাতা কর্ণধারের স্ত্রী ইলা রানী ঘোষ। উৎসবে আনন্দে আভিজাত্যে ওরিযেন্ট জুয়েলার্সের অত্যাধুনিক ও ঐতিহ্যবাহী গহনা ক্রেতাদের কাছে যথেষ্ট আকর্ষণীয় ও আদরণীয় । প্রতিষ্ঠানের কর্ণধার বিপ্লব ঘোষ এর পরিকল্পনায়
উত্তরবঙ্গ সহ গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ওরিয়েন্ট জুয়েলার্সের বীপনী প্রসারে উদ্যোগ নেওয়া হয়েছে। কালিয়াগঞ্জ শহরে এই স্বর্ণ বিপনী ক্রেতাদের কাছে যথেষ্ট জনপ্রিয় হবে বলে আশা কর্ণধার বিপ্লব ঘোষ এর। কালিয়াগঞ্জ এর এই শোরুম এর শুভ আরম্ভের সূচনায় থাকছে ক্রেতাদের জন্য গহনার মজুরিতে থাকছে আকর্ষণীয় ছাড়। কালিয়াগঞ্জ এর শোরুমে ম্যানেজার সৌরভ পালিত জানান
এই মুহূর্তে তাদের শোরুমে সোনা ও রুপোর ও হীরার মজুরিতে আকর্ষণীয় ছাড় থাকছে আজকের দিন থেকে আগামী 31 তারিখ অব্দি।কয়েক দশক ধরে শুধু হলমার্ক গহনা বিশ্বস্ত পরিষেবার মাধ্যমে ও জুয়েলারি ভরিয়ে তুলছে ক্রেতাদের সোনার সংসার। তাই কালিয়াগঞ্জে ওরিয়েন্ট জুয়েলার্স এর শোরুম চালু হওয়ায় খুশি এই শহরের ক্রেতারা।