বিধায়কের জন্মদিন পালন করলো বিধায়কের অনুগামীরা কুনোর হোমের অনাথ শিশুদের নিয়ে
1 min readবিধায়কের জন্মদিন পালন করলো বিধায়কের অনুগামীরা কুনোর হোমের অনাথ শিশুদের নিয়ে
শুভ আচার্য, কালিয়াগঞ্জ,৯ আগস্ট:সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায়ের জন্মদিন পালন করেন বিধায়ক দৌমেন রায়ের বেশ কিছু শুভানুধ্যায়ীরা।বিধায়কের জন্ম দিন পালন করা হয় কালিয়াগঞ্জ ব্লকের কুনোর ভারত সেবাশ্রম সঙ্ঘের কুনোর হোমে।
হোমের ৫০জন শিশুকে কোভিড বিধি মেনে
আহারের ব্যবস্থা করা হলে অনাথ শিশুরা অত্যন্ত খুশি হয় বলে জানান ভবানন্দ বর্মন,বসন্ত রায় এবং কুমোদ রায়।বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের জ্যোতির্মআনন্দ মহারাজ বিজেপির কালিয়াগঞ্জের বলিষ্ঠ নেতা অমিত সাহা সহ বিজেপির স্থানীয় নেতা ও সমর্থকেরা।