বামেদের ডাকে চার দফা দাবির ভিত্তিতে কালিয়াগঞ্জ বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন
1 min readবামেদের ডাকে চার দফা দাবির ভিত্তিতে কালিয়াগঞ্জ বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৯আগস্ট: সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে সিটু,প্রাদেশিক কৃষক সভা ও ও পশ্চিমবঙ্গ খেত মজুর ইউনিয়নের ডাকে চার দফা দাবির ভিত্তিতে একটি ডেপুটেশন দেওয়া হয়।চার দফা দাবিগুলির মধ্যে ছিল বিদ্যুতের দাম কমাতে হবে,প্ৰতি মাসের বিদ্যুতের বিল।প্রতিমাসে নিতে হবে,কৃষকের স্বার্থে বিদ্যুতের ভর্তুকি চালু করতে হবে এবং বিদ্যুৎ বিল ২০২০ অবিলম্বে বাতিল করতে হবেকালিয়াগঞ্জ স্টেশন রোডের বিদ্যুৎ অফিসের সামনে বক্তব্য রাখেন সিটুর পক্ষে দিগেন রায় এবং প্রাদেশিক কৃষক সভার পক্ষে দিলীপ দাস রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র
ক্ষোভপ্রকাশ করেবলেন এই দুই সরকার সাধারণ মানুষের মেরুদন্ড ভেঙে দিয়ে শুধু মাত্র রাজ্যের মানুষদের ভিখারী বানাতে সাহায্য করছে।দিলীপ দাস বলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন।দেশের বেকারদের চাকরির কোন ব্যবস্থ্যা নেই।একটি ডোমের পদের জন্য যে রাজ্যে ইঞ্জিনিয়ার আবেদন করে সেই রাজ্যে নাকি বেকার নেই।আমরা কোথায় বাস করছি।
স্থানীয় নেতৃত্বের বক্তব্যের পর বাম নেতৃত্বরা কালিয়াগঞ্জ বিদ্যুৎ বন্টন কোম্পানির সহকারী বাস্তুকরের নিকট স্মারক পত্রটি তুলে দেন। উপস্থিত ছিলেন সিটুর পক্ষে উপস্থিত ছিলেন জ্যোতি বিকাশ ভদ্র,প্রাদেশিক কৃষক সভার পক্ষ থেকে দিলীপ দাস,ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষে কাদের মহম্মদ ,ধনঞ্জয় সরকার,কল্যাণ সরকার এবং পুলক কুন্ডু।