টোকিও অলিম্পিকে সকল ভারতীয় ক্রীড়া প্রতিযোগীদের অভিনন্দন জানাতে কালিয়াগঞ্জে যুবজনতা মোর্চার ম্যারাথন দৌড়-
1 min readটোকিও অলিম্পিকে সকল ভারতীয় ক্রীড়া প্রতিযোগীদের অভিনন্দন জানাতে কালিয়াগঞ্জে যুবজনতা মোর্চার ম্যারাথন দৌড়-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৮আগস্ট:রাজ্যের নির্দেশে উত্তর দিনাজপুর জেলা যুব মোর্চার উদ্যোগে (করোনা বিধি মেনে) ৮ ই আগষ্ট, ২০২১ রবিবার জনতা যুব মোর্চার উত্তর দিনাজপুর জেলার যুব ।মোর্চার সভাপতি গৌতম বিশ্বাসের নেতৃত্বে টোকিও অলিম্পিকে যোগদানকারী
সকল ভারতীয় ক্রীড়া প্রতিযোগীদের প্রতি সমর্থন জানাতে একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। এই ম্যারাথন দৌড়ের শুভ সূচনা হয় কালিয়াগঞ্জ সুকান্ত মোড়ে সকাল সাড়ে সাতটার সময়। সুকান্ত মূর্তির পাদদেশ ম্যারাথন দৌড় কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে। অনুষ্ঠানে ভারতীয় জনতা যুব মোর্চা তথা ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্য্যকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।