উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার বদলি হলেন
1 min readউত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার বদলি হলেন
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার বদলি হলেন। তার পরিবর্তে রায়গঞ্জ পুলিস জেলা সুপারের দায়িত্ব নেবেন মোহাম্মদ সানা আখতার । রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার বদলি হয়ে গেলেন কোচবিহারে। জানা যায় রায়গঞ্জে নতুন পুলিশ সুপার হয়ে যিনি আসছেন সানা আখতার তিনি হাওড়া পুলিশ কমিশনার রেটের ডিসি সেন্ট্রাল পদে ছিলেন। কোচবিহারের বর্তমান পুলিশ সুপার কে. কাননকে পাঠানো হয়েছে
হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল পদে। এই পদে এতদিন ছিলেন মহম্মদ সানা আখতার। অনুমান করা হচ্ছে, কোচবিহারের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষতার ছাপ রাখা রায়গঞ্জের পুলিশ সুপার সুমিত কুমারকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। রাজ্য পুলিশের আইজিপি ত্রিপুরারি অর্থবের সাক্ষরিত এই বদলীর নির্দেশ আসতেই তৎপরতা শুরু হয়েছে রায়গঞ্জ জেলা পুলিশে।