প্রধানমন্ত্রী,রেল মন্ত্রী,রেলবোর্ডের চেয়ারম্যানকে চিঠি দিল কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ শুরুর দাবিতে
1 min readপ্রধানমন্ত্রী,রেল মন্ত্রী,রেলবোর্ডের চেয়ারম্যানকে চিঠি দিল কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ শুরুর দাবিতে
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৭,জুলাই: ২০১০-১১ সালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর ৩৩-১৩ কিমি নুতন রেলপথের কাজ শুরু হয়ে যাবার কিছুদিনের মধ্যেই তা বন্ধ হয়ে যায়।নুতন ৩৩-১৩ কিমি বন্ধ হয়ে থাকা রেলপথের কাজ পুনরায় যাতে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে শুরু করা যায় তার জন্য উত্তর দিনাজপুর জেলারকালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল রূপায়ন ও উন্নয়ন কমিটি মঙ্গলবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ রেলমন্ত্রী,রেল বোর্ডের চেয়ারম্যান,দেশের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামানিক,আদিবাসী উন্নয়ন মন্ত্রী জন বারলাকে ই-মেলে চিঠি পাঠালেন বলে জানালেন
কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল রূপায়ন ও উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রসূন দাস।প্রসূনবাবু বলেন বিগত ২০১৯ সালে লোকসভা ভোটে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধরী জয়ী হয়ে মন্ত্রী হবার পর উত্তর দিনাজপুর জেলার মানুষ খুব আশা করেছিল এবার বন্ধ হয়ে থাকা রেল প্রকল্পের কাজ নিয়ে দিল্লীতে গিয়ে তিনি তদারকি করে শুরু করবার ব্যবস্থা করবেন।কিন্তূ সব আশায় তিনি জল ঢেলে দিয়েছেন। রেল রূপায়ন ও উন্নয়ন কমিটির সভাপতি সুনীল সাহা বলেন কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর বন্ধ হয়ে থাকা কাজ শুরু।করবার জন্য আমাদের যেখানে যেতে হয় যাবো বলে জানান।রেল রূপায়ন ও উন্ময়ন কমিটির সহ-সভাপতি ডঃ কাঞ্চন দে বলেন উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে ১৯ শের লোকসভা ভোটে উজাড় করে ভোট দিয়েছিল।কিন্তু উত্তরবঙ্গের সাংসদেরা এই রেল লাইনের কাজ পুনরায় শুরু করবার জন্য কোন তদ্বিরতদারকি করেন নি।আমরা এবার গোটা উত্তর দিনাজপুর জেলা জুড়ে কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল লাইনের কাজ শুরু করার দাবিতে খুব শীঘ্রই সাধারণ মানুসের সহ যোগীতায় আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছি বলে জানান।জানা যায় ২০১০-১১সালে এই রেল প্রকল্পের জন্য বাজেটে বরাদ্দ করা হয়েছিল ২০৫৩১০০ টাকা।পরবর্তীতে ২০১৫-১৬সালে বরাদ্দ বেড়ে দাঁড়ায় ২২২২১০০ টাকায়।