কালিয়াগঞ্জে শহরে চাঞ্চল্য,এক ব্যক্তিকে দুই রকমের ভ্যাকসিন দেবার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ ও ডেপুটেশন
1 min readকালিয়াগঞ্জে শহরে চাঞ্চল্য,এক ব্যক্তিকে দুই রকমের ভ্যাকসিন দেবার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ ও ডেপুটেশন-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৭,জুলাই:রাজ্যের স্বাস্থ্য দপ্তরে যে নিয়ম কানুন নেই তার প্রকৃষ্ট উদাহরন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল।এখানে নিময়ের তোয়াক্কা না করে ইচ্ছা স্বাধীন ভাবে স্বাস্থ্য কর্মীরা কাজ করে থাকে।জানা যায় কালিয়াগঞ্জ শহরের পার্শ্ববর্তী গ্রাম রাতুনের জিতেন বর্মন প্রথমে কো-ভ্যাকসিনের ডোজ দিলে চলে যাবার পর দ্বিতীয় ভ্যাকসিন নেবার জন্য তারিখ অনুযায়ী হাজির হন জিতেন বর্মন।জিতেন বর্মনের কাগজে কোভিশিল্ড ডোজের কথা লিখা থাকলেও জিতেন বর্মনকে ভুল করে কো-ভ্যাকসিন ডোজ দিয়ে দিলে তিনি বাড়ি চলে যান।
এরপর যখন সার্টিফিকেট নিতে আসেন তখন দেখা যায় তাকে কোভিশিল্ডের পরিবর্তে সার্টিফিকেটে কোভ্যাকসিন লিখা আছে।জীতেন বর্মন এসব কিছুই জানতে পারতো না।পাশের বাড়ির এক যুবক এসব দেখে তাকে বললে তিনি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানা যায়।মঙ্গলবার কালিয়াগঞ্জ বিজেপি দলের পক্ষ থেকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে স্বাস্থ্য দপ্তর মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে বিক্ষোভ দেখায়।
বিজেপি নেতা গৌরাঙ্গ দাস বলেন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপারকে হাসপাতালে অধিকাংশ সময় পাওয়া যায়না।আজকেও তাকে পাওয়া যায়নি।কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি ভবানী চরণ সিংহ বলেন এই হাসপাতালে প্রসাশন বলে কিছু নেই।কারো কাছে কোন অভিযোগ জানানোর জায়গা নেই।ভবানী বাবু বলেন যাদের মারাত্মক ভুলের কারণে একজন ব্যক্তিকে দুইরকমের ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে অবিলম্বে তাদের তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থ্য গ্রহণ করতে হবে বলে দাবি করেন।জেলা যুব মোর্চার সভাপতি গৌতম বিশ্বাস বলেন তারা কয়েকদিনের মধ্যে জেলা স্বাস্থ্য দপ্তরে বিক্ষোভ দেখবার প্রস্তুতি নিচ্ছি বলে জানান।উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ বিজেপির বেশ কয়েকজন নেতৃত্ব।