প্রতিবাদ জানাতে কালিয়াগঞ্জে বিক্ষোভ সভা করলো বাম ফ্রন্ডের শ্রমীক সংগঠন সিআইটিইউ
1 min readপ্রতিবাদ জানাতে কালিয়াগঞ্জে বিক্ষোভ সভা করলো বাম ফ্রন্ডের শ্রমীক সংগঠন সিআইটিইউ
পেট্রোলের দাম লিটার পিছু ১০০ টাকা পেড়িয়ে যাবার প্রতিবাদ জানাতে কালিয়াগঞ্জে বিক্ষোভ সভা করলো বাম ফ্রন্ডের শ্রমীক সংগঠন সিআইটিইউ।রবিবার বিকালে কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড় এলাকার একটি রাষ্ট্রায়ত্ত পেট্রোল পাম্পের সামনে ধর্না
বিক্ষোভ কর্মসূচী পালন করলো সিআইটিইউ। প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ১০০ টাকার উদ্ধে এবং ডিজেল দাম ১০০ টাকা ছুই ছুই । নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি চালিত কেন্দ্র সরকারের আমলে পেট্রোপন্যের নজিরবিহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন কালিয়াগঞ্জে সোচ্চার হয় সিআইটিইউ।