ড্রাম সিডার পদ্ধতি তে ইটাহার ব্লকের কৃষক দের আমন ধান চাষের পদশ’নী
1 min readড্রাম সিডার পদ্ধতি তে ইটাহার ব্লকের কৃষক দের আমন ধান চাষের পদশ’নী
১৭ই জুলাই শশাঙ্ক সরকার ইটাহার: ড্রাম সিডার পদ্ধতি তে ইটাহার ব্লকের কৃষক দের আমন ধান চাষের পদশ’নী মূলক ক্ষেত্র শুরু করেছে ইটাহারে। এদিন ইটাহার ব্লক কৃষি দফতরের তরফে ইটাহার ব্লকের বিভিন্ন এলাকায় ১০০ হেক্টর কৃষি জমি আমন ধান ড্রাম সিডার পদ্ধতিতে পদশ’নী মূলক ক্ষেত্র ২৫৬ জন কৃষক দের নিয়ে শুরু করলেও শনিবার ইটাহার থানার প্রতিরাজ পুর অঞ্চলের সাহা ভিটা ও অসমান পুর মৌজায়
এলাকার কৃষক সুভাষ দাস, জাহাঙ্গীর হোসেন,সাহাজান আলি, মোতাহার হোসেন সহ আরো বেশ কিছু কৃষক দের জমিতে এদিন কৃষি দফতরের উন্নত মানের যনতাংশ দ্বারা ধানের বিজ মেশিনের ভিতর দিয়ে সরাসরি কৃষি জমিতে নিদির্ষ্ট নিয়ম অনুযায়ী ছরানো হয়।
ড্রাম সিডার পদ্ধতি আমন ধান চাষ করলে খরচ কম,ধানের বিজ কম, পানীয় জল কম, লেবার কম, কম সময়ে বেশি ফলন পাওয়া যাবে বলে এদিন ব্লক সহ কৃষি অধিকতা’ স্বরুপ মজুমদার বলেন, এই ধরনের ড্রাম সিডার পদ্ধতি তে আমন ধান চাষের পদশ’নী মূলক ক্ষেত্র ব্লক জুড়ে প্রায় দেরশো বিঘা জমি ২৫৬ জন কৃষক দের নিয়ে করা হচ্ছে , যাতে আগামী দিনে ব্লকের কৃষকরা যেন আগ্রহী হয়। এদিন ব্লক সহ কৃষি অধিকতা’ স্বরুপ মজুমদার সহ ব্লক কৃষি আধিকারিক বিপ্লব সরকার সহ অন্যান্য কৃষক রা উপস্হিত ছিলেন।
You just only need to have your prescription from a licensed doctor buy viagra cialis online However, men with erectile dysfunction may have their erections end prematurely or may not be able to start them at all
It may cause longer-lasting side effects priligy generic
Typically a Cialis prescription will include 30 pills and cost around 400 buy cialis uk Having pulmonary arterial hypertension PAH during pregnancy may cause heart failure, stroke, or other medical problems in both mother and baby
cialis from usa pharmacy Most Cialis users prefer the option of taking Cialis only as needed
clomiphene citrate 50 mg men The density of thrombotic events was greatest at 3 months after starting TT, with a rapid decline in events by 10 months.
Spider veins may appear, and the skin on the cheeks, forehead, chin and ears may thicken. can you take ibuprofen with doxycycline Thousands of cercariae are released intermittently from the snail.