শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের আদলে কালিয়াগঞ্জে জন নায়ক নেতাজির পূর্ণাবযব মূর্তি বসানোর কাজ দ্রুত চলছে-
1 min readশ্যামবাজার পাঁচ মাথার মোড়ের আদলে কালিয়াগঞ্জে জন নায়ক নেতাজির পূর্ণাবযব মূর্তি বসানোর কাজ দ্রুত চলছে–
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৭জুলাই:কালিয়াগঞ্জ পৌর সভার উদ্দ্যোগে শহরের মহেন্দ্রগঞ্জ নেতাজী শিশু উদ্যানে কলকাতার শ্যাম বাজার পাঁচ মাথার মোড়ের আদলে রাষ্ট্রনায়ক নেতাজী সুভাষ চন্দ্র বসুর একটি পূর্নাবয়ব মূর্তি স্থাপনের কাজ দ্রুত গতিতে চলছে।কালিয়াগঞ্জ পৌর সভা গ্রিনসিটি মিশন প্রকল্পের অধীনে এই কাজ হচ্ছে বলে কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশক শচিন সিংহ রায় শনিবার এই কথা জানান।কালিয়াগঞ্জ পৌরসভা তৃণমূলের অধীনে আসার পর কালিয়াগঞ্জ পৌর সভার প্রাক্তন পৌর পিতা কার্তিক চন্দ্র পালের উদ্দ্যোগে এই সিধান্ত নেওয়া হলেও তার সিদ্ধান্তকে মান্যতা দিয়ে বর্তমান পৌর প্রসাশক শচিন সিংহ রায় এই প্রকল্পের কাজ শুরু করেন বলে জানা যায়।পৌর প্রসাশক মন্ডলীর অন্যতম সদস্য কমল ঘোষ জানান এই প্রকল্পের জন্য ব্যয় করা হবে
মোট ১৫লক্ষ টাকা।মহেন্দ্রগঞ্জ এলাকায় অবস্থিত নেতাজী শিশু উদ্যান কে অত্যাধুনিক আলোক শয্যায় সজ্জিত করে তুলতে দিনরাত কাজ চলছে।তিনি বলেন এই শিশু উদ্যানে যেমন শিশুদের নানান ধরনের মনোরঞ্জনের জন্য ব্যবস্থ্যা থাকবে।তেমনি থাকবে বয়স্ক নাগরিকদের বসার জন্য সুদৃশ্য চেয়ার রাখার ব্যবস্থ্যা।পৌর প্রসাশক মন্ডলীর অন্যতম সদস্য কমল ঘোষ বলেন কালিয়াগঞ্জ শহরকে গ্রীন সিটি মিশন পরিকল্পনার মাধ্যমে রাষ্ট্র নায়ক নেতাজী সুভাষ চন্দ্র বসুর মূর্তিটি বসানোর পাশাপাশি সাধারণ মানুষদের দৃস্টিনন্দনের জন্য তৈরি করা হচ্ছে ডিজিটাল রঙিন আলোর মাধ্যমে একটি সদৃশ্য জলের ফোয়ারা।যা আগত দর্শনার্থীদের মন অতি সহজেই জয় করতে সমর্থ হবে বলে জানান।এই কাজটি দ্রুত সম্পন্ন করে সেটিকে কালিয়াগঞ্জের পৌর নাগরিকদের উদ্দেশ্যে একটি অনুষ্ঠানের মাধ্যমে উৎসর্গ করা হবে বলে পৌর প্রসাশক মন্ডলীর সদস্য কমল ঘোষ জানান।জানা যায় এই কাজ সম্পন্ন হলে কালিয়াগঞ্জ শহরের সৌন্দর্য্যয়ন অনেকটাই বৃদ্ধি পাবে বলে সাধারণ মানুষ মনে করছে।