কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্নদের প্রশংসাপত্র —
1 min readকালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্নদের প্রশংসাপত্র ––
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৬জুলাই:দীর্ঘদিনের দাবিকে সন্মান জানিয়ে কালিযাগঞ্জ পঞ্চায়েত সমিতির তৎপরতা য় ও উদ্দ্যোগে বৃহস্পতিবার কালিয়াগঞ্জ পঞ্চায়েত ভবনে কালিয়াগঞ্জ ব্লকের ৫৫জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।শংসাপত্র তুলে দেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গোলাম মোস্তাক প্রধান,পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা উৎপল মজুমদার,কালিয়াগঞ্জ ব্লকের সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক দেবব্রত ঘটক ছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা।
পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার বলেন গত বছর পঞ্চায়েত সমিতির উদ্দ্যোগে একটি প্রতিবন্ধী সনাক্তকরণ শিবির করা হয়েছিল।সেই শিবিরে চিকিৎসকদের দ্বারা যাদের প্রতিবন্ধী হিসাবে সনাক্ত করা হয়েছিল আজ তাদের হাতেই এই শসংসাপত্র তুলে দেওয়া হয়।তবে আরো কিছু প্রতিবন্ধী ভাইবোনদের শংসাপত্র দেওয়া হবে বলে জানান।বেশ কিছু প্রতিবন্ধী ভাই বোনদের বক্তব্য থেকে জানা যায় কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি তাদের সমস্যার কথা চিন্তা করে যে তৎপরতার সাথে তাদের শংসা পত্র দিলেন তা এক কথায় অভিনন্দন যোগ্য।রি শংসা পত্র পেয়ে তারা সরকারের বিভিন্ন সুযোগ সুবিধাগুলি পাবে যা থেকে তারা এতদিন বঞ্চিত ছিল।