রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাসে মনোকুলার স্থাপন
1 min readরায়গঞ্জ কুলিক পক্ষীনিবাসে মনোকুলার স্থাপন
করোনা আবহে দীর্ঘদিন ধরে পর্যটক দের জন্য বন্ধ রয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাস। কিন্তু এর মধ্যেই সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও শুরু হয়েছে ” বনমহোৎসব ” সপ্তাহ পালন কর্মসূচি।
এই কর্মসূচিতে চারা গাছ বিতরণের পাশাপাশি বসানো হল মনোকুলার। রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাসে বনমহোৎসব সপ্তাহের শুরুতেই এই মনোকুলার স্থাপন করা হয় যার মাধ্যমে পরিযায়ী পাখিদের প্রাত্যহিক জীবনচর্যা স্পষ্টভাবে ফুটে উঠবে আগ্রহী পর্যটকদের চোখের সামনে।এই বিষয়ে রেঞ্জ অফিসার প্রমিতা লামা জানিয়েছেন, পরিযায়ী পাখিদের ডিমে তা দেওয়া থেকে শুরু করে উড়তে শেখা পর্যন্ত জীবন যাপন প্রত্যক্ষ করার জন্য মনোকুলার বসানো হয়েছে। বর্তমানে পাখিরালয় বন্ধ থাকায় সাধারন মানুষ এই সুবিধা নিতে পারবে না। তবে করোনা পরিস্থিতি ঠিক হলে পর্যটকদের আগ্রহের উপর ভিত্তি করে আরো একাধিক উন্নত মানের মনোকুলার আনার চিন্তা ভাবনা রয়েছে।