January 11, 2025

তৃণমূল দখল করল ইটাহারের পতিরাজপুর গ্রাম পঞ্চায়েত

1 min read

তৃণমূল দখল করল ইটাহারের পতিরাজপুর গ্রাম পঞ্চায়েত

১৬ই জুলাই শশাঙ্ক সরকার ইটাহার: শাসক দলের পঞ্জায়েত প্রধান বানি সরকার পদত্যাক করায় , আবারো নতুন করে বিজেপির পঞ্চায়েত সদস্য ও বামপন্থী সদস্য তৃনমূলে যোগদান করায় শুক্রবার ইটাহার থানার প্রতিরাজপুর অঞ্চলের ১৪জন পঞ্চায়েত সদস্য দের উপস্থিতিতে তৃনমূলের নতুন প্রধান গঠন করা হয় আনন্দ সরকার কে। উল্লেখ্য গত পঞ্জায়েত ভোটে প্রতিরাজপুর অঞ্চল ১৮ আসন সিটে তৃনমূল কংগ্রেস ৯ আসনে জয়ী হয়, বিজেপি পায় ৭আসন বামফ্রন্ট ১টি আসন ও নির্দল পায় ১টি আসন। তবে নিদ’ল পাথী’ তৃনমূলে যোগদান করে তৃনমূলের পঞ্চায়েত প্রধান হয় বানী সরকার।

কিন্তু বিধান সভার ভোটের পর হঠাৎ পঞ্চায়েত প্রধান বানি সরকার ব্যাক্তি গত কারন দেখিয়ে প্রধান পথ থেকে পদত্যাগ পত্র জমা দেন ইটাহার ব্লক দপ্তরে, পদত্যাগ পত্র গ্রহণ হলেও নতুন প্রধান গঠন নিয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু হলেও শুক্রবার প্রতিরাজপুর পঞ্চায়েত দপ্তরে ইটাহার ব্লক যুম্গ সমষ্টি উন্নয়ন আধিকারিক জাহিরুল ইসলাম সহ সরকারী আধিকারিক দের উপস্থিতিতে নতুন বোট গঠন করার প্রক্রিয়া শুরু হয়়, যদিও এদিন অঞ্চলের ১৮ সদস্যদের মধ্যে ১৪ জন পঞ্চায়েত সদস্য উপস্থিত হয়, বাকি চার সদস্য দের মধ্যে কিছু দিন আগে শাসক দলের এক সদস্য প্রয়াত হন,

 

বাকি দুই বিজেপি সদস্য অনুপস্থিত ও শাসক দলের এক সদস্য অসুস্থ কারনে আসতে না পারলেও, বিজেপি ৫ ও বামপন্থী ১ সদস্য ও নিরদল প্রার্থী তৃনমূলে যোগদান করায় তৃনমূলের ৭ সদস্য মিলে ১৪ জন সদস্য উপস্থিতিতে ১৪ জন সদস্যর সমর্থনে পঞ্চায়েত প্রধান গঠন করা হয় পঞ্চায়েত সদস্য আনন্দ সরকার কে । এদিনের নতুন পঞ্চায়েত প্রধান গঠন কে ঘিরে পুলিশ প্রশাসনের ব্যাবস্হা করার পাশাপাশি পঞ্চায়েত এলাকায় বহু তৃনমূল কংগ্রেসের দলিও কমি’ উপস্হিত হয়, ও নতুন প্রধান সহ অন্যান্য সদস্যদের ফুলের মালা দিয়ে আবির মাখিয়ে এলাকায় মিছিল বের করা হয় তৃনমূল কংগ্রেসের তরফে। এদিন কম’সূচিতে উপস্হিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মহম্মদ ইসরাইল, ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মোজাফফর হোসেন, তৃনমূল কংগ্রেস নেতৃত্ব কাঞ্চন সরকার, কাতি’ক দাস, পূজা দাস , মহম্মদ সারওয়ারদি সহ অন্যান্য নেতৃবৃন্দ। তৃনমূল কংগ্রেস নেতৃত্ব মোজাফফর হোসেন বলেন বিগত প্রধান ব্যাক্তিগত কারনে পদত্যাগ করায় পঞ্চায়েত চালানো যাচ্ছিল না তাঁর মধ্যে বিজেপি পঞ্চায়েত সদস্যরা ও নিরদল ও বামপন্থী সদস্য তৃনমূলে যোগদান করায় বিধায়ক মোশারফ হোসেনের নেতৃত্বে নতুন প্রধান গঠন করে সাধারণ মানুষের জন্য সাভি’ক উন্নয়ন মূলক কাজ করা শুরু করা হবে অঞ্চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *