আসন্ন পৌর নির্বাচনকে পাখির চোখ করে কালিয়াগঞ্জ পৌর শহরে ওয়ার্ড ভিত্তিক তৃণমূল যুব সভাপতির নিয়োগ
1 min readআসন্ন পৌর নির্বাচনকে পাখির চোখ করে কালিয়াগঞ্জ পৌর শহরে ওয়ার্ড ভিত্তিক তৃণমূল যুব সভাপতির নিয়োগ
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ ১৬জুন:কালিয়াগঞ্জ শহরে আসন্ন পৌর নির্বাচনকে পাখির চোখ করে কালিয়াগঞ্জ শহরের ১৭টি ওয়ার্ডেই একজন করে ওয়ার্ড ভিত্তিক সভাপতি দেবার কাজ বুধবার সম্পন্ন হল কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে।বুধবার সন্ধ্যায় তৃণমূলের দলীয় কার্যালয়ে প্রতিটি ওয়ার্ডের সভাপতির নাম ঘোষণা করেন কালিয়াগঞ্জ শহর যুব তৃণমূল সভাপতি রাজা ঘোষ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের কালিয়াগঞ্জ শহর কংগ্রেস সভাপতি কমল ঘোষ, তৃণমূল রাজ্য সম্পাদক অসীম ঘোষ,প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ,তৃণমূল নেতা ঈশ্বর রজক,রাজীব সাহা এবং সুজিৎ সরকার।জানা যায় ১নম্বর ওয়ার্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন বিনয় মজুমদার,২নম্বর ওয়ার্ডে-তন্ময় সরকার,৩ নম্বর ওয়ার্ডে অমর বর্মন,৪নম্বর ওয়ার্ডে পিন্টু মন্ডল,
৫নম্বর ওয়ার্ডে রাজা দাস,৬নম্বর ওয়ার্ডে রথীন্দ্র নাথ চক্রবর্তী,৭নম্বর ওয়ার্ডে সুরজিৎ মহন্ত,৮নম্বর ওয়ার্ডে তারক আচার্য,৯নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম ১০নম্বর ওয়ার্ডে রুপম গুপ্তা,১১নম্বর ওয়ার্ডে সঞ্জীব মোদক,১২ নম্বর ওয়ার্ডে তন্ময় সিংহ,১৩ নম্বর ওয়ার্ডে টিঙ্কু গুপ্তা,
১৪নম্বর ওয়ার্ডে মিলন দেবগুপ্ত,১৫ নম্বর ওয়ার্ডে কানায় সিংহ,১৬নম্বর ওয়ার্ডে অভিজিৎ সরকার এবং ১৭ নম্বর ওয়ার্ডে রেজা করিম।জানা যায় কালিয়াগঞ্জ শহর যুব সভাপতি বিভিন্ন তৃণমূলের কর্মকর্তাদের সাথে আলোচনা করার পাশাপাশি যাদের নিয়োগ করা হয়েছে তাদের দলের প্রতি আনুগত্য দেখেই এই নিয়োগ পত্র দেওয়া হয়েছে বলে জানা যায়।