অনাথ আশ্রমে সাহায্যের হাত বাড়ালেন রায়গঞ্জ, দেবীনগর এর বাসিন্দা রনজিত কুমার সাহা
1 min readঅনাথ আশ্রমে সাহায্যের হাত বাড়ালেন রায়গঞ্জ, দেবীনগর এর বাসিন্দা রনজিত কুমার সাহা
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ৭ জুন:করোনা মহামারীতে বুনিয়াদপুর বড়াইল উপজাতি কল্যাণ সংঘ অনাথ আশ্রমে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রায়গঞ্জ দেবীনগর নিবাসী রনজিত কুমার সাহা এবং তার সাথে হাত মিলিয়েছেন তার একমাত্র মেয়ে লিয়াঙ্কা সাহা (দাস)।এদিন তারা আশ্রমের ৬০ জন শিশুকে রান্না করে খাওয়ান। লিয়াঙকা সাহা বলেন “আগামী দিনেও
এরকম ধরনের কাজ উনারা করে যাবেন। এছাড়া লিয়াঙকা সাহা এটাও বলেন, এই সময়ে সকলকে অনাথ আশ্রম গুলোর দিকে খেয়াল রাখতে হবে।সকলকে অনাথ আশ্রমে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।”প্রকাশ্যে থাকে যে রঞ্জিত কুমার সাহা একজন দৃষ্টিহীন ব্যক্তি এবং তার মেয়ে লিয়াঙকা সাহা একজন গৃহকর্তী হলেও ইনারা বহুদিন ধরে এইধরনের সমাজসেবামূলক কাজ – কর্ম ব্যক্তিগতভাবে করে চলেছেন।