January 11, 2025

মারওয়ারী যুব মঞ্চের মানবিক মুখ-

1 min read

মারওয়ারী যুব মঞ্চের মানবিক মুখ-

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৬জুন:মানবিক মুখের পরিচয় আবার একবার দিল রাজ্যের মারওয়ারী যুব মঞ্চের সদস্যরা।গতকাল রাত দুইটার সময় শিলিগুড়ি থেকে এক ভদ্রমহিলা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ মারওয়ারী যুব মঞ্চের গণেশ আগরওয়ালকে জানান তার এক আত্মীয় কলকাতা থেকে পদাতিক এক্সপ্রেসে শিলিগুড়ি যাবার জন্য রওনা দিলে রামপুর স্টেশনে প্রচন্ড পেট ব্যাথা শুরু হয়।

কালিয়াগঞ্জ মারওয়ারী যুব মঞ্চের গণেশ আগরওয়াল ফোন পাবার সাথে সাথে কলকাতা মারওয়ারী যুব মঞ্চের কর্মকর্তা অঙ্কিত আগরওয়ালকে তৎক্ষণাৎ সমস্ত ঘটনা জানিয়ে দেনএরপর কলকাতা মারওয়ারী যুব মঞ্চের কর্মকর্তা অঙ্কিত আগরওয়াল সাথে সেই পদাতিক এক্সপ্রেসের অসুস্থ্য প্যাসেঞ্জার ও তার পরিবারদের সাথে চিকিৎসকদের যোগাযোগ করিয়ে দিলে এবং ওষুধ পত্রের ব্যবস্থা করে দেওয়া হয়।এর পর অসুস্থ রোগীহ নিরাপদে শিলিগুড়িতে সকালে পৌঁছে যায় বলে জানা যায়। এই মানবিক কাজে ডালখোলা মারওয়ারী যুব মঞ্চের সদস্য ধীরাজ রেটTF যুক্ত ছিল বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *