January 11, 2025

বিশ্ব পরিবেশ দিবসে “মুক্তির পথ রায়গঞ্জ”- এর অভিনব উদ্যোগ

1 min read

বিশ্ব পরিবেশ দিবসে “মুক্তির পথ রায়গঞ্জ”- এর অভিনব উদ্যোগ

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ৬জুন:“মুক্তির পথ রায়গঞ্জ” সংস্থা সমাজের বিভিন্ন সমস্যাগুলোকে কেন্দ্র করে এক এক করে কাজ করে চলেছে সমাজের ভালোর জন্য,পরিবেশের ভালোর জন্য।শনিবার বিশ্ব পরিবেশ দিবসে “মুক্তির পথ রায়গঞ্জ” সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পালিত হলো গাছের জন্মদিন। যা হয়তো গোটা দেশ তথা বিশ্বের মানচিত্রে প্রথম।একজন মানুষের জন্মদিনে যেমন কেক কেটে সেই জন্মদিনের আনন্দটা ভাগ করে নেওয়া হয়।একইভাবে আজ “মুক্তির পথ রায়গঞ্জ” সংস্থার সদস্যবৃন্দ এই গাছকে রোপণের মধ্য দিয়ে এর পুনর্জন্ম আজ হচ্ছে এবং পরিবেশে এই গাছের বিশেষ ভূমিকা থাকবে বলে তারা একইভাবে কেক কেটে এক নতুনত্ব জিনিস আবিষ্কার করেন।

আজকে সংস্থার সদস্যবৃন্দ সুভাসগঞ্জ ও দেবীনগর এলাকায় মোট ১০০ খানা চারা গাছ রোপণ করেন।এর পাশাপাশি পৌরসভা এলাকায় জলের অপচয় খোজে সংস্থার সদস্যবৃন্দ একসাথে মোটর বাইকে ( জলের অপচয় খোজে মুক্তির পথ,অপচয় করিও না,অভাবে পরিওনা ইত্যাদি লেখা গাড়ির মধ্যে ঝুলিয়ে) একটি অভিযান চালান এবং বেশ কিছু জল অপচয়কারী বিন্দু যেগুলো থেকে প্রচুর পরিমাণে

 

জল অপচয় হতো সেগুলো খুঁজে বের করেন।আগামীকাল এই বিষয়ে পৌরসভাকে একটি চিঠি তারা দিতে চলেছেন।আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি প্রণব দেবনাথ, সম্পাদক সামিম আক্তার, সহ-সম্পাদক শান্তনু চক্রবর্তী, রায়গঞ্জ ইউনিভার্সিটির অধ্যাপক তথা সংস্থারই সদস্য তাপস পাল। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার অন্যান্য সদস্য আশীষ মজুমদার, দীপেন্দু সরকার, মান্নান আলী, হবিবুর রহমান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *