পিট কাটিং ডে অন ওয়ার্ল্ড এনভাইরোমেন্ট পালন করলো কালিয়াগঞ্জ ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েত উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে
1 min readপিট কাটিং ডে অন ওয়ার্ল্ড এনভাইরোমেন্ট পালন করলো কালিয়াগঞ্জ ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েত উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৫জুন-শনিবার উত্তর দিনাজপুর জেলার সাথে তাল মিলিয়ে কালিয়াগঞ্জের আট পিটটি গ্রাম পঞ্চায়েতে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পিট কাটিং ডে অন ওয়ার্ল্ড এনভাইরোমেন্ট পালন করা হয় যা এমজিএনআরই জিএস প্রকল্পের অধীন।পিট কাটিং অর্থ গ্রামাঞ্চলে যে গাছ গুলুকে লাগানো হবে এক।মাস বাদে তার গর্তগুলো বিজ্ঞান ভিত্তিক ভাবে করা হয়।
শনিবার ধনকোল গ্রাম পঞ্চায়েতের কৃষিমন্ডিতে পিট কাটিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন ধারা,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার কালিয়াগঞ্জ তৃণমূল নেতা হিমাংশু সরকার গ্রাম পঞ্চয়ে প্রধান,
গ্রাম পঞ্চায়েতের সদস্যগণ।জানা যায় কালিয়াগঞ্জ ব্লকের আট টি অঞ্চলের জরং,মধুপুর,আনাউন,পাহারগাঁও,কুনোরধানহাটি এবং চক দিলাল এলাকায়।সর্বত্রই ছিল এই অনুষ্ঠান দেখবার জন্য মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা। এই কাজের মাধ্যমে কালিয়াগঞ্জ ব্লকের একশো দিনের কাজের মাধ্যমে যেমন আটটি গ্রাম পঞ্চায়েতের বেকাররা গ্রাম।পঞ্চায়েতের মাধ্যমে শনিবার কাজ পায় তেমনি পিট কাটিং দিনটি কাজের মাধ্যমে উদযাপন করে।