গঙ্গা নদীতে মৃতদেহ ভেসে থাকার ঘটনা ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়ালো মালদা ভুতনি থানা কোশি ঘাট এলাকায়
1 min readগঙ্গা নদীতে মৃতদেহ ভেসে থাকার ঘটনা ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়ালো মালদা ভুতনি থানা কোশি ঘাট এলাকায়
মালদা-গঙ্গা নদীতে মৃতদেহ ভেসে থাকার ঘটনা ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়ালো মালদা ভুতনি থানা কোশি ঘাট এলাকায়। শনিবার দুপুর নাগাদ আন্তঃরাজ্য সীমান্তবর্তী এলাকায় এই দেহ ভেসে বেড়ানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
এলাকাবাসীর অনুমান দেহ হতে পারে ভিন রাজ্যের করোনা আক্রান্তের। আরে অনুমান ঘিরে তৎপর প্রশাসনের কর্তারা। ইতিমধ্যেই ঘটনাস্থলে দেহ উদ্ধার করতে তৎপরতা দেখাচ্ছে ভুতনি থানা পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার দুপুর নাগাদ দুটি দেহ গঙ্গা নদীতে ভেসে আসছে দেখতে পান তারা। তবে একটি দেহ ভেসে চলে গেলেও অপর একটি দেহ আটকে যায় নদীর কিনারায়। এর পরে ঘটনাস্থলে পৌঁছায় ভূতনি থানার পুলিশ সহ এলাকার বিভিন্ন প্রান্তের মানুষ।