পুরাতন মালদার মৌলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চালু করা হলো নতুন কোভিড বিভাগ
1 min readপুরাতন মালদার মৌলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চালু করা হলো নতুন কোভিড বিভাগ
মালদা– পুরাতন মালদার মৌলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চালু করা হলো নতুন কোভিড বিভাগ । পুরাতন মালদা ব্লক তথা পুরসভা এলাকার কোনো স্বাস্থ্য কেন্দ্রে করোণা বিভাগ ছিল না। রোগীদের চিকিৎসা পেতে যেতে হতো মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেদিকে লক্ষ্য রেখেই পুরাতন মালদার মৌলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ১৮ বেডের কোভিড বিভাগটি চালু করা হয়েছে।
যেখানে পৃথকভাবে পুরুষ-মহিলাদের ভর্তি নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছে স্বাস্থ্য দপ্তর। গত বৃহস্পতিবার বিকালে নতুন এই কোভিড বিভাগের উদ্বোধন করেন পুরাতন মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের বিধায়ক গোপাল সাহা। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ব্লকের বিএমওএইচ জয়দীপ মজুমদারসহ অন্যান্য পদস্থ কর্তারা।স্থানীয় স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, মৌলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেখানে নতুন কোভিড বিভাগটি চালু করা হয়েছে, সেই বিভাগে রোগীদের পরিষেবা দেবার জন্য সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। মোট ১৮ টি বেডের মধ্যে পুরুষ ও মহিলাদের করোনায় সংক্রামিত হলে চিকিৎসার জন্য পৃথক ভাবে ভাগ করে দেওয়া হয়েছে। এরফলে পুরাতন মালদা ব্লকের করোণা আক্রান্ত রোগীদের মেডিক্যাল কলেজে ছুটে যেতে হবে না।উদ্বোধনের পর বিধায়ক গোপাল সাহা জানিয়েছেন, স্বাস্থ্য দপ্তরের এবং প্রশাসনের পক্ষ থেকে খুব ভাল উদ্যোগ নেওয়া হয়েছে। মৌলপুর হাসপাতলে ১৮ বেডের নতুন কোভিড বিভাগ চালু হলো । এর ফলে জরুরিকালীন পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার করোনা রোগীরা সহজে চিকিৎসা পরিষেবা পাবেন।