কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর বন্ধ হযে থাকা প্রস্তাবিত রেল পথ নিয়ে বিজর্পি বিধায়কের সাংবাদিক সন্মেলন
1 min readকালিয়াগঞ্জ-বুনিয়াদপুর বন্ধ হযে থাকা প্রস্তাবিত রেল পথ নিয়ে বিজর্পি বিধায়কের সাংবাদিক সন্মেলন
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৩জুন:বৃহষ্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে বন্ধ হয়ে থাকা কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর ২৬ কি মি কাজ বন্ধ হয়ে থাকা রেল প্রকল্পের কাজ নুতন উদ্দ্যোগে যাতে শুরু করা যায় জন্য কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়নেতা নিয়ে একটি সাংবাদিক সম্মেলন ডাকেন।বিধায়ক দৌমেন রায় বলেন এই প্রকল্পের ঘোষণা করেছিল তদানীন্তন
রেলমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১০ সালে। সেই রেল।প্রকল্পের কাজ এতদিন অনেকটাই হতে পারতো।কিন্তু রাজ্য সরকার রেলের জমি অধিগ্রহণ না করার কারনে তা আজও বন্ধ হয়ে রয়েছে।বিধায়ক সৌমেন রায় বলেন এক সময় কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য ২২১ কোটি টাকা মঞ্জুর করেছিল।কিন্তূ কাজ না হবার কারনে টাকা সম্পুর্ন ফেরত চলে যায়।বিজেপি বিধায়ক সৌমেন রায় বলেন আমরা সবার সহযোগিতা নিয়ে এই প্রকল্পের কাজ পুনরায় শুরু করবার জন্য যেমন রায়গঞ্জের সাংসদ তথা মন্ত্রী দেবশ্রী চৌধুরী, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার,আমি এবং রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এক সাথে বসে এই প্রকল্পটি কি ভাবে আবার শুরু করা যায় তা নিয়ে চিন্তা ভাবনা করছি।আমরা চাই কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সমস্ত সাংবাদিকগণ আমাদের পাশে থাকবে বলে আমি আশা করছি।সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিধায়ক সৌমেন রায় বলেন আমাদের এই গুরুত্বপূর্ন কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল।প্রকল্প চালু করবার জন্য আমরা একজোট হয়ে দিল্লিতে গিয়ে রেল মন্ত্রকের সাথে কথা বলবো বলে সৌমেন রায় জানান।