করোনার টিকা ও পৌর সভা থেকে খাদ্য সামগ্রীর কুপন বণ্টনের অভিযোগ এনে কালিয়াগঞ্জ পৌর সভায় বিজেপির অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশনে
1 min readকরোনার টিকা ও পৌর সভা থেকে খাদ্য সামগ্রীর কুপন বণ্টনের অভিযোগ এনে কালিয়াগঞ্জ পৌর সভায় বিজেপির অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশনে
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৩জুন:করোনা টি কার কুপন বন্টন ও পৌর সভার পক্ষ থেকে কালিয়াগঞ্জ পৌর সভার বিভিন্ন ওয়ার্ডে রাজনৈতিক রঙ দেখে বিলি বন্টন করার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১২টায় বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডলের মহাসচিব অমিত সাহার নেতৃত্বে কালিয়াগঞ্জ পৌর সভায় এই অবস্থান বিক্ষোভ শুরু হয়।এই অবস্থান বিক্ষোভে অংশগ্রহন
করে কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি ভবানী চরণ সিংহ,উত্তর দিনাজপুর জেলা যুব মোর্চার সভাপতি গৌতম বিশ্বাস,বিজেপির কালিয়াগঞ্জের বিজেপি মহাসচিব সুব্রত ধর ও জেলা বিজেপি নেতা অমিত সাহা।কালিয়াগঞ্জ পৌর সভার গেটের সামনে
কিছুক্ষন অবস্থান বিক্ষোভ কর্মসূচির পর বিজেপির নেতৃত্বরা কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক মন্ডলীর সদস বসন্ত রায়ের হাতে দুই দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়।পৌর সভার প্রসাশক মন্ডলীর সদস্য বসন্ত রায় বলেন আপনারা এসব।নিয়ে ডেপুটেশনে দিচ্ছেন সেটা ঠিক আছে।তবে এই অভিযোগগুলি সম্পূর্ন ভিত্তিহীন বলেই আমি মনে করি।কালিয়াগঞ্জ পৌরপ্রসাশক মন্ডলীর সদস্য রাজীব সাহাও উপস্থিত ছিলেন বলে জানা যায়।