খড়গপুর রেলস্টেশন ক্যাম্পাসে আশ্রয় নেওয়া শরণার্থী ও অভাবী মানুষদের খাবার বিতরণ করেন এলাকার সাংসদ দিলীপ ঘোষ
1 min readখড়গপুর রেলস্টেশন ক্যাম্পাসে আশ্রয় নেওয়া শরণার্থী ও অভাবী মানুষদের খাবার বিতরণ করেন এলাকার সাংসদ দিলীপ ঘোষ
পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট। খড়গপুর রেলস্টেশন রাজ্যে চলমান তালাঘাটে আটকা পড়া মানুষ এবং ঘূর্ণিঝড় ঝড় এড়াতে খড়গপুর রেলওয়ে ক্যাম্পাসে আশ্রয় নেওয়া শরণার্থী ও অভাবী মানুষ রবিবার বিজেপির রাজ্য সভাপতি ও মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।লকডাউনের কারণে বহু লোক রেলস্টেশন চত্বরে আটকে গিয়েছিল এবং ঘূর্ণিঝড় ইয়াসের আশ্রয় নিয়েছিল।
কিন্তু কোনও কারণে তারা তাদের ঘরে ফিরে যেতে পারছে না, এই অভাবী লোকজন এমপি খাবারের জন্য প্রচুর সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। এই সমস্যা সমাধানের জন্য এমপি জনহর যোজনা লকডাউনের পর থেকেই শুরু হয়েছে।এদিন দিলীপ বাবু আরও জানান যতক্ষণ রাজ্য লকডাউনের অধীনে থাকবে ততদিন এমপি জন আহার যোজনা চালু থাকবে। দিলীপ ঘোষ তৃণমূলকে তিরস্কার করলেন, নির্বাচনের সমাপ্তি সত্ত্বেও, তৃণমূল সহিংসতা অনেকটা রাজনৈতিক উত্সাহ জোগাচ্ছে।বিজেপির অনেক সমর্থক তৃণমূল সন্ত্রাসের কারণে গৃহহীন হয়ে উঠেছে। তৃণমূল বিজেপির সমর্থকদের উপর চাপ দিয়ে তৃণমূলে যোগদান করতে বলছে, বিজেপি কর্মীরা তা অস্বীকার করেলেই খুন হতে হচ্ছে। এই পুলিশও এই হত্যাকে আত্মহত্যা হিসাবে প্রমাণ করছে।