লকডাউনে ১২হাজার গৃহবন্দি দুস্থ্য মানুষদের পাশে কালিয়াগঞ্জ পৌরসভা বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী নিয়ে এগিয়ে এলো
1 min readলকডাউনে ১২হাজার গৃহবন্দি দুস্থ্য মানুষদের পাশে কালিয়াগঞ্জ পৌরসভা বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী নিয়ে এগিয়ে এলো
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৯মে একদিকে লকডাউন অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগে গৃহবন্দি কালিয়াগঞ্জ পৌর শহরের দুস্থ্য পরিবারদের পাশে মানবিক মুখ হয়ে দেখা দিল শনিবার কালিয়াগঞ্জ পৌর সভা।শনিবার সকাল ৬টা থেকে কালিয়াগঞ্জ পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্যরা শহরের ১২হাজার দুস্থ্য পরিবারদের হাতে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য তুলে দেবার কাজ শুরু করলো বলে জানা যায়।
কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক মন্ডলীর সভাপতি শচীন সিংহ রায় বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শনিবার থেকে আমরা আমাদের কালিয়াগঞ্জ পৌর সভার অধীনে ১২হাজার দুস্থ্য পরিবারদের এই দুঃসময়ে তাদের মুখে হাসি
ফোটাতে আমরা বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তুলে দেবার কাজ শুরু করলাম।এই খাদ্য সমগ্রী দুস্থ,মানুষদের হাতে তুলে দিতে কয়েকদিন সময় লাগবে বলে জানান।শচিন সিংহ রায় বলেন কালিয়াগঞ্জ পৌর শহরের অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নীচে বসবাস করে।অধিকাংশ মানুষ হাট বাজারে ব্যবসা করে সংসার কোন রকমে চালিয়ে থাকে।কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক মন্ডলীর অন্যতম সদস্য কমল ঘোষ বলেন লকডাউনে গৃহবন্দি দুস্থ্য মানুষদের কথা ভেবে মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় দুস্থ্য গৃহবন্দিদের পৌর সভার পক্ষ থেকে চাল,ডাল,আলু পেঁয়াজ,সোয়াবিন,তেল লবন সবাইকে ব্যাগে করে দেওয়া।হয়েছে।তিনি বলেন কদিন আগেই কোভিড আক্রান্তদের সাথে শহরের দুস্থ্য মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে ফল ফলারি কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়।কালিয়াগঞ্জ পৌর সভার পক্ষ থেকে এই খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিদায়ী বিধায়ক তপন দেব সিংহ তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ,তৃণমূল নেতা ঈশ্বর রজক সহ অনেকেই।