রাধিকাপুরের চকদিলালে বাঁশের সেতুর পরিবর্তে কংক্রিটের সেতু নির্মাণে বিধায়কের প্রতিশ্রুতি-
1 min readরাধিকাপুরের চকদিলালে বাঁশের সেতুর পরিবর্তে কংক্রিটের সেতু নির্মাণে বিধায়কের প্রতিশ্রুতি-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ২৭মে:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত চকদিলালের গ্রামবাসীদের দাবি বাঁশের সাঁকোর পরিবর্তে একটি পাকা সেতুর দাবি।স্বাধীনতার ৭৪ বছরেও গ্রামবাসীদের দাবিকে কেও গুরুত্ব দেয়নি।বুধবার বিকেলে কালিয়াগঞ্জের নবনির্বাচিত বিজেপির বিধায়ক সৌমেন রায় কালিয়াগঞ্জের ভারত- বাংলাদেশ সীমান্তের রাধিকাপুর অঞ্চলের চক দিলাল গ্রামে গিয়ে পৌঁছে গ্রাম বাসীদের সাথে বৈঠক করেন।বিধায়ক সৌমেন রায় চকদিলাল গ্রামের গ্রামবাসীদের সমস্যার কথা শোনেন।তিনি বলেন স্বাধীনতার ৭৪ বছরের পরেও গ্রাম বাসীদের টাঙ্গন নদীর উপর বাঁশের সেতুর উপর দিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।সৌমেন বাবু গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিয়ে বলেন আমাকে আপনারা বিপুল ।।।ভোটে জয়ী করেছেন।আমাকে জয়ী করেছেন কাজের জন্য।
তাই আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি যেমন করেই হোক।আগামী দুই বছরের মধ্যে টাঙ্গন নদীর উপর বাঁশের সেতুর পরিবর্তে পাকা সেতু নির্মাণ করে দেবার ব্যবস্থা করবই। আপনারা শুধু আমার পাশে থাকবেন ও আমার উপর সম্পূর্ণ আস্থা।রাখুন।আমি রাজ্য সরকারের কাছে সহযোগিতা চাইবো শুধু তাই নয় আমাদের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী দেবশ্রী চৌধুরী কেও এই সেতু নির্মানের ব্যাপারে আর্থিক সাহায্যের জন্য দাবি জানাবো বলে বিধায়ক সৌমেন রায় জানান। রাধিকাপুরের ফরিদপুরের বাসিন্দা মইনুল হক জানান রেল স্টেশন, উচ্চবিদ্যালয়,গ্রাম পঞ্চায়েতের মত সমস্ত অফিস নদীর ওপারে থাকায় আমাদের নৌকার উপর ভরসা করে চলতে হয়।চকদিলালের টাঙন নদীর উপর সেতু নির্মাণ হলে
আমরা রাধিকাপুর স্টেশন যেতে যেখানে ১০কিমি ঘুরে যেতে হত সেখানে আমরা পাঁচ মিনিটের মধ্যেই সেই জায়গায় যেতে পারতাম।চকদিলালের বাসিন্দা মুকুল রায় বলেন চকদিলালে টাঙন নদীর উপর সেতু নির্মাণের দাবি প্রশাসনকে অনেকবার জানানো হয়েছে।জানানো হয়েছে আমাদের ভোটের মাধ্যমে জয়ী হওয়া সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে।যিনি ৬০ হাজার ভোটে তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল কে হারিয়েছিলেন।সে ক্ষেত্রে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র সব থেকে বেশি ভোটে দেবশ্রী চৌধুরীকে জয়ী করেছিল।কিন্তূ দুঃখের বিষয় মন্ত্রী হয়ে ও তিনি দুইবছর সময়ে কোন কাজ করেন নি।আমাদের আশা এবার আবার সাংসদের পর বিজেপির বিধায়ক সৌমেন বাবুকে বিধান সভায় তারা জয়ী করেছেন।এবার তারা আশার আলো দেখছেন বিজেপির ডবল ইঞ্জিন সাংসদ ও বিধায়ক দুজনে মিলে চকদিলালের টাঙ্গনের নদীর উপরে পাকা সেতুর কাজ হবে বলেই মনে করছে গ্রাম বাসীরা।কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায়ের গ্রামবাসীদের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির মন্ডল সভাপতি তারিণী রায়, বিজেপি নেতা পরিমল রায় সহ অনেকেই।