January 11, 2025

ইয়াস এর প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে খড়গপুর জিআরপি

1 min read

ইয়াস এর প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে খড়গপুর জিআরপি

পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট। ওড়িশা’র উপর দিয়েই বয়ে গেছে সুপার সাইক্লোন যশ!তবে, তার দাপটে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণা। তবে, পূর্বাভাস ছিল ওড়িশার বালেশ্বর-জলেশ্বর সংলগ্ন খড়্গপুর, কেশিয়াড়ি, দাঁতন-ও ক্ষতিগ্রস্ত হবে।‌ প্রস্তুতি নিয়ে রেখেছিল জেলা প্রশাসনও!কিন্তু, কোনোরকম আগাম প্রস্তুতি ছাড়াই মানবিকতার নিদর্শন মেলে ধরলেন খড়্গপুর স্টেশনের জিআরপি থানার আধিকারিকরা। বুধবার দুর্যোগের দুপুরে যখন প্ল্যাটফর্ম ও স্টেশন চত্বর

জুড়ে শতাধিক অসহায় মানুষের ভিড়, তখনই তাঁরা সিদ্ধান্ত নিয়ে ফেলেন কিছু একটা ব্যবস্থা করতে হবে!দূর-দূরান্তের আটকে পড়া কিছু যাত্রী, আশেপাশের অসহায় হকারের দল এবং দুঃস্থ-ভবঘুরে মানুষগুলির জন্য দুপুরের খাওয়ারের ব্যবস্থা করলেন তাঁরা। জিআরপি’র এই আয়োজনে আপ্লুত হলেন তাঁরা।উল্লেখ্য যে, গত কয়েকদিন ধরেই লকডাউন চলায় অনেক দুঃস্থ ও অসহায় মানুষ খাদ্য সঙ্কটে পড়েছেন। তাঁদের পাশে দাঁড়াচ্ছিলেন শহরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। কিন্তু, ঝড়-বৃষ্টির দুপুরে চারিদিক যখন শুনসান, সেই সময় শতাধিক এরকম অসহায় মানুষ ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে বসেছিলেন খড়্গপুর স্টেশন ও প্ল্যাটফর্ম সংলগ্ন ছাউনিতে।সেই সময়ই এই মানবিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় কর্তৃপক্ষের তরফে। তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *