নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি খতিয়ে দেখতে সরোজমিনে হাজির বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
1 min readনন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি খতিয়ে দেখতে সরোজমিনে হাজির বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী আগামী কয়েক ঘন্টার মধ্যেই সমুদ্র উপকূলবর্তী এলাকায় আছেরে পড়তে পারে ঘূর্ণিঝড় যশ, পাশাপাশি এর প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুর জেলা সহ পার্শ্ববর্তী জেলা জুড়ে, আর এই ঘূর্ণিঝড় যশ এর মোকাবিলায় নিজের বিধানসভা এলাকায় সরেজমিনে সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখতে হাজির নন্দীগ্রামের নবনির্বাচিত বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এই দিন সাধারণ মানুষের সঙ্গে কথোপকথন করেন
তিনি, পাশাপাশি এলাকার কচিকাঁচাদের চকলেট বিলি করতে দেখা যায়, এদিন তিনি বলেন নন্দীগ্রামের মানুষের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে এক জোটি কাজ করতে হবে, পাশাপাশি এই ঘূর্ণিঝড়ের মোকাবিলায় নন্দীগ্রামের মানুষের সঙ্গেই তিনি আছেন এবং থাকবেন, এদিন তিনি আরো বলেন এখনও আম্ফান ঝড়ের আতঙ্ক মানুষ ভুলতে পারেনি তারি মাঝে আবার এই ঝড়ের ফলে কি পরিস্থিতি হয় তা নিয়ে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে এলাকার মানুষ, তবে আগে আমি মন্ত্রী ছিলাম এখন আমি মন্ত্রিত্বে নেই পাশাপাশি বর্তমান রাজ্যের সঙ্গে আগামী দিনে কাজ করেছি কিন্তু এখন বিরোধী নেতা হিসেবে কতটা কি করা যায় সেই বিষয় নিয়ে আমি লড়াই করব।