January 11, 2025

সাঁকরাইল থেকে হঠাৎই আজ সন্ধে ৬ টা নাগাদ ৩৫ টি হাতির দল ঢুকে পড়লো খড়গপুর এর কলাইকুন্ডা লাগোয়া জোতিই জঙ্গলে

1 min read

সাঁকরাইল থেকে হঠাৎই আজ সন্ধে ৬ টা নাগাদ ৩৫ টি হাতির দল ঢুকে পড়লো খড়গপুর এর কলাইকুন্ডা লাগোয়া জোতিই জঙ্গলে

পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট। সবাই যখন সাইক্লোন “যশ” এর গতিপথের দিকে তাকিয়ে, ঠিক তখনই সোমবার সন্ধ্যে ৬টা নাগাদ হঠাৎ করে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল দিক থেকে ৩৫ দাঁতাল হাতির দল ঢুকে পড়লো খড়গপুর এর কলাইকুন্ডা লাগোয়া জোতিই জঙ্গলে।বনদপ্তর সূত্রে খবর হঠাৎ করেই এ দাঁতাল হাতি দলটি দলমা পাহাড় থেকে ঝাড়গ্রাম এসে পৌঁছায়।

সেখান থেকেই কোন কিছু বোঝার আগেই তাদের পরবর্তী গন্তব্য হিসেবে সাঁকরাইল হয়ে কলাইকুন্ডা জঙ্গল এসে পৌঁছায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে কোনরকম ক্ষতি করেনি দাঁতাল হাতি দলটি। বর্তমানে তারা রয়েছে জ্যোতি জঙ্গলে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে যাতে কোনোভাবেই লোকালয়ে ঢুকেনা যায় না তাদের দলটি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *