লায়ন্স ক্লাবের উদ্দ্যোগে জলপানকেন্দ্রের উদ্বোধন হল-
1 min readলায়ন্স ক্লাবের উদ্দ্যোগে জলপানকেন্দ্রের উদ্বোধন হল-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৪মে:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ষ্টেট জেনারেল হাসপাতালে কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের ব্যবস্থাপনায় উদ্বোধন হল কোভিড জলপান কেন্দ্র।উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের কর্নধার সুদীপ ভট্টাচার্য, দিব্যেন্দু চৌধুরী সহ অনেকেই।লায়ন্স ক্লাবের কর্নধার সুদীপ ভট্টাচার্য জানালেন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড থেকে নাগরিকরা ।
।।আসছেন কোভিড টিকা নেবার জন্য।অনেক মানুষকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়।তাই যারা কোভিড টিকা নিতে কালিয়াগঞ্জ ষ্টেট জেনারেল হাসপাতালে আসবেন তাদের প্রত্যেককে লায়ন্স ক্লাবের পক্ষ জলযোগের ব্যবস্থ্যা করা হয়।এই ব্যবস্থা কোভিড টিকাকরন কর্মসূচি যতদিন চলবে ততদিনই এই জল পানের ব্যবস্থ্যা থাকবে বলে জানা যায়।