অসহায় মানুষদের পাশে থেকে কাজ করে চলছেন কালিয়াগঞ্জ এর বিধায়ক সৌমেন রায়।
1 min readঅসহায় মানুষদের পাশে থেকে কাজ করে চলছেন কালিয়াগঞ্জ এর বিধায়ক সৌমেন রায়।
তনময় চক্রবর্তী, শুভ চ্যাটার্জী মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। একটুকু মানুষ কি সহানুভুতি পাবেনা। ভূপেন হাজারিকার সেই প্রচলিত বিখ্যাত গানের কলি আজ যেন ফুটে উঠল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর বিধায়ক সৌমেন রায় এর সমাজসেবামূলক কাজ করার ক্ষেত্রে এই বিশেষ করোনাকালে। যা ইতিমধ্যে সকলের কাছে প্রশংসিত হয়ে গিয়েছে।
একদিকে লকডাউন অপরদিকে করোনার আতঙ্কে যখন সাধারন মানুষ গৃহবন্দি অবস্থায় রয়েছে আর্থিক দৈন্য দশা তাদের মুখের গ্রাস কেড়ে নিয়েছে সে সময় অসহায় মানুষের পাশে গিয়ে সহানুভূতির বার্তা দিলেন বিধায়ক সৌমেন রায়।
আজ দেখা গেল বিধায়ককে কালিয়াগঞ্জ এর বেশ কয়েকটি ওয়ার্ডে নিজে হাতে জীবাণুনাশক স্প্রে ছড়াতে তেমনি দেখা গেল কালিয়াগঞ্জ এর যে সমস্ত ওয়ার্ডে অসহায় মানুষের রয়েছেন তাদের পাশে নিজের হাতে খাদ্য সামগ্রী নিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিতেন। এক সাক্ষাৎকারে সৌমেন বাবু জানান , মানুষের বিপদের সময় যদি কোন মানুষ না দাঁড়ায় তাহলে বেঁচে থাকার কোনো মূল্য হয় না।
আর তাই তার নিজের মূল্যবোধের উপর আস্থা রেখে অসহায় মানুষদের পাশে একটু সহানুভূতি বার্তা দিতে এগিয়ে এসেছেন এই সময় তিনি। তিনি জানান এই ভাবেই তিনি মানুষের জন্য কাজ করে যাবেন আজীবন।তিনি বলেন গতকাল কালিয়াগঞ্জ শহরের তারা বাজার সহ আরো কিছু জায়গায় জীবাণুনাশক স্প্রে ছিটিয়ে ছিলেন আজকে কালিয়াগঞ্জ এর দ্বিতীয় বৃন্দাবন ধাম নাট মন্দির চত্বরে ও মহেন্দ্রগঞ্জ বাজার
তিনি নিজে জীবাণুনাশক স্প্রে করলেন। সৌমেন বাবু বলেন এই কাজ তিনি করতেই থাকবেন যাতে এইসব জায়গাগুলো থেকে কোনো সংক্রামক বৃদ্ধি না পায়। এছাড়া তিনি বলেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কালিয়াগঞ্জ শহরে যে সমস্ত অসহায়
দরিদ্র মানুষেরা রয়েছেন যাদের এই লকডাউনে কঠিন সমস্যায় মধ্যে পড়ে গেছেন সেই সমস্ত মানুষদের পাশে থেকে কিছুটা সাহায্য তারা করছেন বাড়ি বাড়ি গিয়ে।