মন্ত্রী হয়েই মানস ভুঁইয়ার সবং বাসীকে মানুষকে উপহার অক্সিজেনযুক্ত সেফহোমের
1 min readমন্ত্রী হয়েই মানস ভুঁইয়ার সবং বাসীকে মানুষকে উপহার অক্সিজেনযুক্ত সেফহোমের
শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:– সদ্য গঠিত মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মন্ত্রিসভার প্রথম মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সবং এর বিধায়ক মানুষ ভূঁইয়া। আর শপথ গ্রহণের পর এই মহামারী করোনা মোকাবিলায় এলাকার মানুষের সাহায্যের ঝাঁপিয়ে পড়েছেন সবং এর ঘরের ছেলে।
সবং পিংলা সহ এলাকার পার্শ্ববর্তী করোনায় আক্রান্ত রোগীদের যাতে শালবনি বা অন্যত্র না যেতে হয় সেই জন্যে নিজের প্রচেষ্টায় তৈরি করলেন ২০ শয্যা বিশিষ্ট উন্নত মানের অক্সিজেন পরিষেবা যুক্ত সেফ হোমের।এই সেফ হোমটির আজ উদ্বোধন করলেন, জলসম্পদ বিভাগের ক্যাবিনেট মন্ত্রী মানষ রঞ্জন ভূইয়া। উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড: নির্মল চন্দ্র মন্ডল, খড়্গপুরের মহকুমা শাসক আজমল হোসেন, সবং এর বিডিও তুহিন শুভ্র মহান্তি, এসডিপিও দীপাঞ্জন ভট্টাচার্য ও সবং এর প্রাক্তন বিধায়ক গীতা রানী ভূঁইয়া ও অন্যান্য অতিথিবৃন্দ।