পশ্চিম বর্ধমানের নতুন ডাঙ্গা এলাকার পাশেই বয়ে গিয়েছে অজয় নদী। অজয়ের বালির চর থেকে উদ্ধার একের পর এক শিব লিঙ্গ
1 min readপশ্চিম বর্ধমানের নতুন ডাঙ্গা এলাকার পাশেই বয়ে গিয়েছে অজয় নদী। অজয়ের বালির চর থেকে উদ্ধার একের পর এক শিব লিঙ্গ
পশ্চিম বর্ধমানের লাউদোহা ফরিদপুর ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুন ডাঙ্গা এলাকার পাশেই বয়ে গিয়েছে অজয় নদী। অজয়ের বালির চর থেকে উদ্ধার একের পর এক শিব লিঙ্গ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালি তোলার সময় গতকাল বিকালে একটি শিবলিঙ্গ উঠে আসে। আজ বালি তোলার সময় ফের ৯টি শিবলিঙ্গ দেখা যায়। খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
শুরু হয় পুজোপাঠ। স্থানীয়দের একাংশ দাবি, করোনা থেকে উদ্ধার করতেই মহাদেব পাতাল থেকে উঠে এসেছেন। ঘটনাস্থলে আসে লাউদোহা ফরিদপুর থানার পুলিশ, এবং বিডিও। বিডিও দেবজিৎ দত্ত জানান, খবর পাওয়া মাত্রই শিবলিঙ্গ গুলির নজরদারির জন্য পুলিশকে বলা হয়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।