January 11, 2025

কালিয়াগঞ্জে অনন্য থিয়েটারের উদ্দ্যোগে।অনন্য নাট্য মেলা

1 min read

কালিয়াগঞ্জে অনন্য থিয়েটারের উদ্দ্যোগে।অনন্য নাট্য মেলা

তপন চক্রাবর্তী,কালিয়াগঞ্জ,১১মে:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার আয়োজিত ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আর্থিক সহযোগিতায় ২২,২৩,২৪,২৭ শে মার্চ ২০২১ দলের নিজস্ব জায়গায় অনন্য প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো অনন্য নাট্য মেলা ২০২১।উদ্বোধনে ছিলেন বাংলার প্রখ্যাত নাট্য পরিচালক, নাট্যকার,অভিনেতা প্রদীপ ভট্টাচার্য মহাশয়। অনুষ্ঠানের সূচনায় পরিবেশিত হয় এই দলের আয়োজনে ১৯তারিখ থেকে ২১ তারিখ শিশু কিশোর নাট্য কর্মশালায় নির্মিত নাট্য কোলাজ।প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানের

পর পরিবেশিত হয় বহরমপুর রেপার্টরী থিয়েটারের প্রযোজনা উদ্বাস্তু,দ্য মিডিল ক্লাস (কালিয়াগঞ্জ) প্রযোজনা -হুশিয়ার এবং উত্তর দিনাজপুর বিচিত্রা নাট্য সংস্থা র প্রযোজনা -মন্দবর্ণ। ২৩শে মার্চ প্রথমে নবদিগন্ত (কালিয়াগঞ্জ) প্রযোজনা -মুখোমুখি, দ্বিতীয় দর্শন নাট্য সিদ্ধান্ত প্রযোজনা -গর্ভধারিণী এবং তৃতীয় দর্শন রায়গঞ্জ তরুণ নাট্য সমাজের প্রযোজনা -আদাব। ২৪শে মার্চ প্রথম দর্শন নবোদয় (কালিয়াগঞ্জ) প্রযোজনা-গরীবের লকডাউন ,

দ্বিতীয় দর্শন যাত্রিক নাট্য গোষ্ঠীর প্রযোজনা -বহুরূপী এবং শেষে মালদহ জেলার গাজোলের বিষাণ একটি নাট্য সংস্থার প্রযোজনা -সিদ্ধিদাতা। এই মেলার শেষ দিন ২৭শে মার্চ বিশ্ব নাট্য দিবস উদযাপন, প্রজ্জ্বলন নাট্য দলের সঙ্গীতানুষ্ঠান এবং সব শেষে কালিয়াগঞ্জের সমস্ত দলের প্রতিনিধি , রায়গঞ্জ তরুণ নাট্য সমাজের প্রতিনিধি , কুশমন্ডীর দিনাজপুর কৃষ্টির প্রতিনিধি আলোচনা চক্রে অংশ গ্রহন করেন।

আলোচ্য বিষয়ঃ- নাট্যচর্চা বিনোদন নাকি যাপন। আলোচনায় অংশ গ্রহন করেন সুরজিত ঘোষ,অরূপ মিত্র,স্মৃতিকণা মহন্ত,আবুল আলি,দীপঙ্কর কর,উৎপল সরকার, নন্দ কুমার ঘোষ, অভিজিত সমাজদ্বার, রঞ্জন কুমার মোদক এবং বিভু ভূষণ সাহা এবং

সঞ্চালনা করেন শুভাশিস দাস মহাশয়। চারদিনের এই উৎসবে দর্শক ছিল পরিপূর্ণ। নানা বিষয়ের নানা ধরনের প্রযোজনায় এই আয়োজন সম্পূর্ণ সফল হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *