December 26, 2024

কালিয়াগঞ্জ শহরের সর্বত্র পানীয় জলের অপচয় হলেও পৌর কর্তৃপক্ষের নেই কোন হেলদোল

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর সভার ট্যাপ কলের জল কি ভাবে ঘন্টার পর ঘন্টা অপচয় হলেও পৌর কর্তৃপক্ষের নেই কোন রকম হেলদোল।কালিয়াগঞ্জ শহরে এই রকম ট্যাপ কলের জল অধিকাংশ স্থানে সবসময়ের জন্য সবার সামনে পরে চললেও কারো কোন মাথা ব্যাথা নেই।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

অথচ এই জলের জন্য অনেক জায়গাতেই হাহাকার পরে যায়।এ ব্যাপারে কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপতি কার্তিক পালকে প্রশ্ন করলে তিনি বলেন পৌর সভার ট্যাপকল গুলিতে বারবার জল পড়া বন্ধ করার ব্যবস্থা নিলেও সেই ব্যবস্থা শহরের কে বা কাহারা তা নষ্ট করে দিচ্ছে।পৌর সভা থেকে ব্যবস্থা নিলেও তা রাখা সম্ভব হচ্ছেনা।আসলে আমরা সচেতনতার কথা মুখে বললেও কাজে তা করে দেখাই না।এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা।খুব শীঘ্রই এর একটা স্থায়ী সমাধান করবার জন্য পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা নেবার উদ্দ্যোগ গ্রহণ করা হবে বলে পৌরপিতা কার্তিক পাল জানান।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *