January 11, 2025

সোমবার শপথ ৪৩ রাজ্যের মন্ত্রীর,  দেখে নিন তালিকা

1 min read

সোমবার শপথ ৪৩ রাজ্যের মন্ত্রীর,  দেখে নিন তালিকা

আগামিকাল, সোমবার সকালে শপথগ্রহণ তৃতীয় তৃণমূল সরকারের মন্ত্রিসভার। গতবারের পূর্ণমন্ত্রীরা মোটামুটি একই থাকছেন। নতুন সংযোজন- মানস ভুঁইয়া, হুমায়ুন কবীর ,অখিল গিরি, রত্না দে নাগ, বালুচিক বারিক, শিউলি সাহা, মনোজ তিওয়ারি ও বীরবাহা হাঁসদা। তালিকায় পূর্ণমন্ত্রী রয়েছেন ২৪ ও প্রতিমন্ত্রী ১৯। এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ১০ জন। সবমিলিয়ে ৪৩ জন শপথ নিতে চলেছেন সোমবার সকালে। 

দেখে নিন তালিকা

সুব্রত মুখোপাধ্যায়
পার্থ চট্টোপাধ্যায়
অমিত মিত্র
সাধন পাণ্ডে
জ্যোতিপ্রিয় মল্লিক
বঙ্কিমচন্দ্র হাজরা
মানস ভুঁইয়া
সৌমেন কুমার মহাপাত্র
মলয় ঘটক
অরূপ বিশ্বাস
উজ্জ্বল বিশ্বাস
অরূপ পায়
রথীন ঘোষ
ফিরহাদ হাকিম
চন্দ্রনাথ সিনহা
শোভনদেব চট্টোপাধ্যায়
ব্রাত্য বসু
পুলক রায়
শশী পাঁজা
গুলাম রব্বানি
বিপ্লব মিত্র
জাভেদ আহমেদ খান
স্বপন দেবনাথ
সিদ্দিকুল্লা চৌধুরী

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী

বেচারাম মান্না
সুব্রত সাহা
হুমায়ুন কবীর
অখিল গিরি
চন্দ্রিমা ভট্টাচার্য
রত্না দে নাগ
সন্ধ্যারানি টুডু
বুলু চিক বারিক
সুজিত বোস
ইন্দ্রনীল সেন

প্রতিমন্ত্রী
দিলীপ মণ্ডল
আখরুজ্জামান
শিউলি সাহা
শ্রীকান্ত মাহাতো
ইয়াসমিন সাবিনা
বীরবাহা হাঁসদা
জ্যোৎস্না মান্ডি
অধিকারি পরেশ চন্দ্র
মনোজ তিওয়ারি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *