January 11, 2025

বিজেপিকে ঠেকাতে গিয়ে বাম-কংগ্রেস সংযুক্ত মোর্চার ভোট ব্যাঙ্ক কালিয়াগঞ্জে উধাও

1 min read

বিজেপিকে ঠেকাতে গিয়ে বাম-কংগ্রেস সংযুক্ত মোর্চার ভোট ব্যাঙ্ক কালিয়াগঞ্জে উধাও

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৯মে:এ যেন অনেকটায় নিজের নাক কেটে পরের যাত্রার মত ঘটনা ঘটিয়ে দিল সংযুক্ত মোর্চার বাম ও কংগ্রেস দল কালিয়াগঞ্জ সহ রাজ্যের সর্বত্র। উত্তর দিনাজপুর জেলায় ২১শের বিধান সভা নির্বাচনে জেলার ৯টি বিধান সভার আসনে সব মিলিয়ে ১লক্ষ২১হাজার৩১০টি ভোট পায় বাম ও কংগ্রেস দলের সংযুক্ত মোর্চা।যা ২০১৯সালের লোকসভা নির্বাচনে বাম ও কংগ্রেসের মিলিত ভোটের অর্ধেকেরও কম।

২০১৯ সালের লোকসভা ভোটে রায়গঞ্জ আসনে সিপিআইএমএর মহম্মদ সেলিম ভোট পেয়েছিল ১লক্ষ ৮০ হাজার ৯৬৬টি ভোট। অপর দিকে কংগ্রেসের প্রিয় জায়া দীপা দাসমুন্সী ভোট পেয়েছিল ৮৩ হাজার ১৪৮ টি ভোট।বাম ও কংগ্রেসের ভোটের যোগফল ছিল ২ লক্ষ ৬৪হাজার ১১৪টি ভোট। যেহেতু বিগত লোকসভা নির্বাচনে বাম ও কংগ্রেস জোট মিলে আড়াই লক্ষ ভোটের উপর ভোট ব্যাঙ্ক ছিল সেই আশায় সংযুক্ত মোর্চা ভেবেছিল

এবার সংযুক্ত মোর্চা উত্তর দিনাজপুর জেলায় বিজেপিকে আটকাতে তারা সমর্থ হবেই।বুক ভরা প্রত্যাশা থাকলেও উত্তর দিনাজপুর জেলা সহ রাজ্যের কোথাও জয়ী হতে পারেনি তারা।সংযুক্ত মোর্চার আশা ছিল উত্তর দিনাজপুর জেলায় যদি একটি আসন পায় সেটা পাবে ফরোয়ার্ড ব্লকের আলী ইমরান রমজ।কিন্তু তিনি খাতা খুলতে না পারলেও উত্তর দিনাজপুর জেলায় তিনিই সর্বোচ্চ ভোট পান ২৮,৭০৪টি।সংযুক্ত মোর্চার নেতৃত্বরা বুঝতে পেরেছে ২০১৯সালে লোকসভা নির্বাচনে যেমন তৃণমূলকে সরাতে বাম জোটের ভোট রামে পড়েছিল।ঠিক একই ভাবে এবারের ২১ শের বিধান সভা ভোটে বিজেপিকে আটকাতে গিয়ে নিজেদের কারিশমায় না পারলেও নিজের নাক কেটে পরের উপকার করেছে তৃণমূলকে ভোট দিয়ে মনে করছে রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *