কালিয়াগঞ্জে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌর সভার উদ্দ্যোগে তথ্য বন্ধু পরিষেবার উদ্বোধন
1 min readকালিয়াগঞ্জে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌর সভার উদ্দ্যোগে তথ্য বন্ধু পরিষেবার উদ্বোধন
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৭মে:শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর সভার উদ্দ্যোগে একটি সাংবাদিক সম্মেলনে কালিয়াগঞ্জ পৌর সভার তথ্যবন্ধু পরিষেবার উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক মন্ডলীর সভাপতি শচীন্দ্র নাথ সিংহ রায়।পৌর প্রসাশক শচীন্দ্র নাথ সিংহ রায় বলেন কালিয়াগঞ্জ পৌর শহরে করোনার
প্রভাব যে ভাবে প্রতিনিয়ত বৃদ্ধি ঘটছে তা উদ্বেগজনক।সব রকম প্রতিরোধ মূলক ব্যবস্থা নেবার পর সবার করোনা সংক্রামক আক্রান্তদের শ্বার্থে কালিয়াগঞ্জ পৌর সভার পক্ষ থেকে একটি ‘তথ্যবন্ধু’পুস্তিকা উদ্বোধন করা হল।
এই পুস্তিকাতে কিভাবে টেলি মেডিসিন পরিষেবা পাওয়া যাবে,করোনা আক্রান্তদের চিকিৎসকদের পরিষেবা কি ভাবে পাওয়া যাবে তার বিস্তারিত তথ্য,দিবারাত্রি ঔষুধ পরিষেবা কোথায় কি ভাবে পাওয়া যাবে,
অক্সিজেন পরিষেবা কি ভাবে পাওয়া যাবে এবং বেশ কিছু অতি গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর দেওয়া হয়েছে।যে কোন মুহূর্তে যাতে সব কিছু পাওয়া যায় তার বিস্তারিত তথ্য এই “তথ্যবন্ধু” পুস্তিকাতে দেওয়া হল।
হে পুস্তিকাটি একটি করোনা আক্রান্ত পরিবারের কাছে বিশেষ বন্ধু হিসাবে কাজ করবে বলে জানান।এই অনুষ্ঠানে পৌর প্রসাশক ছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার নির্বাহী আধিকারিক আশুতোষ বিশ্বাস,
পৌর প্রসাশক মন্ডলীর অন্যতম সদস্য কমল ঘোষ, বসন্ত রায়,ঈশ্বর রজক।বিভিন্ন সমাজসেবী প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সুদীপ ভট্টাচার্য, শান্তনু দেবগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিগণ।