ইসলামপুর ও চোপড়ায় নির্বাচনী পরবর্তীতে রাজনৈতিক হিংসা বন্ধ করতে জেলা বিজেপি সভাপতি ইসলামপুরে প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠক
1 min readইসলামপুর ও চোপড়ায় নির্বাচনী পরবর্তীতে রাজনৈতিক হিংসা বন্ধ করতে জেলা বিজেপি সভাপতি ইসলামপুরে প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠক
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৬ মে: ইসলামপুর মহকুমায় নির্বাচনী পরবর্তী রাজনৈতিক সংঘর্ষ ক্রমাগত চলতে থাকায় বিজেপির উত্তর দিনাজপুর জেলার জেলা সভাপতি বাসুদেব সরকার বৃহস্পতিবার ইসলামপুর গিয়ে ইসলামপুরের পুলিশ প্রশাসন ও মহকুমা শাসকের সাথে দেখা করেন ইসলামপুরের বিজেপির নেতৃত্বদের নিয়ে।বিজেপির উত্তর দিনাজপুর জেলার সভাপতি বাসুদেব সরকার বলেন নির্বাচন
পরবর্তী সময়ে এই মহকুমায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই।তৃণমূলের পক্ষ থেকে বিজেপির সমর্থকদের উপর আক্রমণ করা হলেও তার জন্য কোন পুলিশি ব্যবস্থা এখনো নেওয়া হচ্ছেনা।অবিলম্বে সাধারণ প্রসাশন ও পুলিশ প্রশাসন যদি কোন এর বিরুদ্ধে ব্যবস্থা
গ্রহণ না করে,দোষীদের গ্রেপ্তার না করে তাহলে তাদের বিজেপি দলের পক্ষ থেকে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু করা হবে বলে জানান।ইসলামপুর ও চোপড়ার যে সমস্ত
এলাকায় নির্বাচনের পর গন্ডগোল হয়েছে বাসুদেব বাবু ও বিজেপির ইসলামপুরের বিজেপির নেতৃত্বরা আক্রান্তদের পাশে গিয়ে তাদেরকে সাহস জুগিয়ে আসেন বলে জানা যায়।