আগাHমী 2-6 মে 2021 প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সতর্ক থাকার আবেদন
1 min readআগামী২-৬ মে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সতর্ক থাকার আবেদন
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১মে:Indian Metrological Deptt (IMD) থেকে গত 30 এপ্রিল 2021 আবহাওয়ার যে পূর্বাভাস পাওয়া গেছে তাতে বলা হয়েছে যে আগামী 2 থেকে 6 মে 2021 পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাত ও ঝড়ো হওয়া সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।উত্তরবঙ্গের কোন কোন জেলা সহ এবং নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও উত্তর 24 পরগণা জেলার কোন কোন স্থানে আগামী 3 থেকে 5 মে 2021 ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।IMD এর পরামর্শ মতো জনসাধারণকে অনুরোধ জানানো হচ্ছে যে
,(1) বজ্রপাত সহ বৃষ্টি চলাকালীন খোলা আকাশের নিচে থাকবেন না।অবশ্যই কোন পাকা বাড়িতে আশ্রয় নেবেন।(2) কোন গাছের তলায় বিশেষ করে দূরবর্তী বিচ্ছিন্ন কোন গাছের তলায় কোনভাবেই আশ্রয় নেবেন না,(3) চাষী ভায়েদের পরামর্শ দেওয়া হচ্ছে যাতে কেউ দুর্যোগের সময়ে মাঠে বা খোলা আকাশের নিচে থাকবেন না।রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা বিভাগের পক্ষ থেকে সকল জেলার জেলাশাসক, এস পি সহ পুলিশ এবং কৃষি দপ্তরের আধিকারিকদেরকে অনুরোধ জানানো হয়েছে যে তারা যেন নিম্নলিখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন(1) জনসচেতনতার জন্য প্রচার(2) জনগণের প্রাণ ও সম্পত্তি রক্ষা করার জন্য কুইক রেসপন্স টিমকে প্রস্তুত রাখা(3) সকল ব্যবস্থা গ্রহণের সময় কোভিড বিধি সার্বিক ভাবে পালন করা যাতে দূরত্ববিধি ও মাস্ক পড়া ও হ্যান্ড স্যনিটাইজার ব্যবহার করা নিশ্চিত করা যায়(4) IMD এর সতর্কীকরণ বিজ্ঞপ্তির প্রতি নজর রাখা।IMD প্রতিটি জেলার প্রাকৃতিক দুর্যোগের এক বা দু ঘন্টা আগে যে সতর্কীকরণ বার্তা পাঠাবে সেদিকে কঠোর নজর রাখা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা!