টানা পাঁচ দিন ভিজবে উত্তর থেকে দক্ষিণ ,ভোটগণনার দিনেই ঝেঁপে বৃষ্টি আসছে বাংলায়,
1 min readটানা পাঁচ দিন ভিজবে উত্তর থেকে দক্ষিণ ,ভোটগণনার দিনেই ঝেঁপে বৃষ্টি আসছে বাংলায়
ভ্যাপসা গরমে কাহিল দশা। ঝলসানো রোদে ঘর্মাক্ত বঙ্গবাসী। তার ওপরে রাজ্যে ভোটের পারদ চড়ছে, করোনার প্রকোপও বাড়ছে। এমন নাজেহাল পরিস্থিতিতে সুখবর শোনাল আলিপুর হাওয়া অফিস। ঝড়-বৃষ্টি আসছে বাংলায়। ঝিরঝিরে বৃষ্টি নয় বজ্রবিদ্যুত্ সহ ঝেঁপে বৃষ্টি নামবে উত্তর ও দক্ষিণ বঙ্গে। ভোটগণনার দিন রবিবার থেকেই আকাশ কালো করে ঝড় বইবে দুই বঙ্গেই। আবহাওয়াবিদদের পূর্বাভাস এমনই। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, ২ মে মানে রবিবার সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে। ঝোড়ো হাওয়ায় গনগনে গরমের আঁচ কমবে। তাপমাত্রা নামতে পারে কিছুটা। বেলার দিক থেকে ভারী বৃষ্টি নামবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হাওয়া বইবে।
এই বৃষ্টি চলবে টানা ৬ তারিখ অবধি। পাহাড়ের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ঝমঝমিয়ে বৃষ্টি হবে। সোমবার থেকে বৃহস্পতিবার অবধি বৃষ্টির তেজ বাড়বে। ঝড়ের গতিও বাড়তে পারে। সকলে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা জারি হয়েছে। সমুদ্রে মাছ ধরতে
যেতে নিষেধ করা হয়েছে মত্স্যজীবীদের। খোলা মাঠে চাষিদের কাজ করতে বারণ করা হয়েছে। ঘন ঘন বাজ পড়ার আশঙ্কা আছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, ৩ থেকে ৫ তারিখ অবধি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম ও উত্তর ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ৭-১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। আসলে মধ্যপ্রদেশের ওপরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি ক্রমশই বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসছে। রবিবারের মধ্যে এই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প টেনে নিয়ে বাংলায় ঢুকে পড়বে। আগুনে গরম থেকে কিছুটা হলেও রেহাই হবে বঙ্গবাসী।