নামকেওয়াস্তে লিফ্ট, দীর্ঘদিন খারাপ থাকায় স্ট্রেচারে আসা রোগীদের কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জ হাসপাতালে রেফার-
1 min readনামকেওয়াস্তে লিফ্ট, দীর্ঘদিন খারাপ থাকায় স্ট্রেচারে আসা রোগীদের কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জ হাসপাতালে রেফার-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৯,এপ্রিল: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে বয়স্ক রোগীদের শ্বার্থে একটি লিফ্ট বসলেও তা অধিকাংশ সময় অচল হয়ে পড়ে থাকে।ফলে বয়স্ক রোগীদের স্ট্রেচারে করে কালিয়াগঞ্জ হাসপাতালে আনলেও লিফ্ট অচল থাকার কারনে অধিকাংশ রোগীদের রায়গঞ্জ অথবা মালদা হাসপাতালে রেফার করবার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলে আসছে বলে জানা যায়।রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কথার সাথে কাজের কোন মিল না থাকায় এলাকার সাধারণ মানুষরা প্রচন্ড ক্ষুব্ধ জেলা স্বাস্থ্য দপ্তরের
এ ব্যাপারে কোন হেলদোল না থাকার কারনে।বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি ভবানী চরণ সিংহ কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের লিফ্ট খারাপের খবর পেয়ে হাসপাতালে গিয়ে জানতে চান কি কারনে দিনের পর দিন একটি হাসপাতালের মত গুরুত্বপূর্ন জায়গায় লিফ্ট খারাপ হয়ে থাকে।তিনি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপারের চার্জে থাকা ডাঃ অমিতাভ চক্রবর্তী কে লিফ্ট অচল হয়ে থাকার কারন জানতে চাইলে তিনি বলেন হাসপাতাল থেকে পূর্ত দপ্তরকে ব্যাপারটি জানানো হয়েছে।খুব শীঘ্রই লিফ্টটি ঠিক হয়ে যাবার কথা।বিজেপি নেতা ভবানী চরণ সিংহ বলেন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল নামেই স্টেট জেনারেল ভেতরে কিছু বলতে কিছু নেই।উপরে শুধু রংচং করেই বলা হয় সবকিছু ঠিক মত চলছে।শুধু লিফ্ট খারাপ তাই নয় প্রয়োজনের তুলনায় অনেক কম চিকিৎসক ও নার্সদের দিয়ে এই হাসপাতাল চালানো হযে থাকে দীর্ঘ দিন ধরেই।ভবানী বাবু বলেন সাত দিনের মধ্যে লিফ্ট সচল করার ব্যবস্থ্যা না করলে তারা হাসপাতালের সামনে গন বিক্ষোভের কর্মসূচি নেবেন বলে জানান।