ভারতের ছাত্র ফেডারেশন শহর লোকাল কমিটি এসএফআইয়ের পক্ষ থেকে ইসলামপুর শহর জুড়ে করোনার সচেতনতা মূলক প্রচার
1 min readভারতের ছাত্র ফেডারেশন শহর লোকাল কমিটি এসএফআইয়ের পক্ষ থেকে ইসলামপুর শহর জুড়ে করোনার সচেতনতা মূলক প্রচার
ইসলামপুর শহর জুড়ে করোনার সচেতনতা মূলক প্রচার অভিযানে ইসলামপুরের ভারতের ছাত্র ফেডারেশন শহর লোকাল কমিটি এসএফআইয়ের পক্ষ থেকে আজ তারা শহরের সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর ও চোপড়াঝার মোড় সংলগ্ন এলাকায় স্যানিটাইজেশন এর কাজ ও মাক্স বিলের কাজ করেন। অরুণাভ ভাওয়াল লোকাল কমিটির সম্পাদক এসএফআইয়ের
এর জানান সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে সে মতো আজকেও এই করোনার দ্বিতীয় ঢেউ যে মহামারীর আকার ধারণ করেছে এবং সেই কারণেই আমরা এই সুপারস্পেশালিটি হাসপাতাল চত্বর সেনিটাইজেশন এর কাজ করছি।এর সাথে যেসব সাধারণ মানুষ মাক্স পড়ে নেই তাদের মাক্স পড়ার কথা বলছি এবং তাদের হাতে মাক্স তুলে দেওয়া হচ্ছে ।মাইকের মাধ্যম সচেতনতামূলক বার্তাও তারা দিচ্ছেন । তিনি আরো বলেন 27 থেকে 29 তারিখ অব্দি সারা রাজ্য জুড়ে আমাদের এই কার্যকলাপ চলবে পরবর্তীতে আরো কর্মসূচি গ্রহণ করা হবে।