ইসলামপুর শহরে করোনার চেইন ব্রেক কষতে ইসলামপুর পৌরসভা জরুরী বৈঠকে বসলো।
1 min readইসলামপুর শহরে করোনার চেইন ব্রেক কষতে ইসলামপুর পৌরসভা জরুরী বৈঠকে বসলো।
ইসলামপুর শহরে করোনার চেইন ব্রেক কষতে ইসলামপুর পৌরসভা জরুরী বৈঠকে বসলো। ইসলামপুরের মহকুমা শাসক ও জেলা পুলিশ সুপারের কাছে কয়েকটি কঠোর পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে সুপারিশ করবে পৌরসভা।মঙ্গলবার ওই বৈঠকে ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার পাঁচু গোপাল রায সাংবাদিকদের এমনই জানান।
এদিন পৌরসভার পক্ষ থেকে ইসলামপুর পৌরসভার মিটিং হলে স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলির সঙ্গে বৈঠক করা হয়। এই মিটিংয়ে করোনা মহামারীর চেইন কিভাবে ব্রেক করা যায় তার জন্য দুই পক্ষের মধ্যে মতের আদান-প্রদান হয় । চলে দীর্ঘ আলোচনা।এক্সিকিউটিভ অফিসার জানান ,যেভাবে অন্যান্য জেলাতে মাস্ক ব্যবহার না করলে ফাইন ও অন্যান্য আইনগত ব্যবস্থানেওয়া হচ্ছে সেটা আমাদের এই শহরেও করা যেতে পারে। তার জন্য চর্চা হয়েছে এবং মহকুমা শাসকের কাছে এই ব্যাপারে একটি আর্জি জানানো হবে। তার সঙ্গে পুলিশ প্রশাসনকে এই ব্যাপারে সঠিক পদক্ষেপ কি কি তারা নিতে পারে সে ব্যাপারেও আলোচনা করা হবে। শহরে প্রত্যেক ব্যক্তিকে মাস্ক পড়তে বাধ্য করা এবং স্যানিটাইজার ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।