কালিয়াগঞ্জ পৌর শহরে চলছে জোর কোভিড প্রতিরোধ প্রচার,গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৫তে দাঁড়ালো
1 min readকালিয়াগঞ্জ পৌর শহরে চলছে জোর কোভিড প্রতিরোধ প্রচার,গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৫তে দাঁড়ালো
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৭, এপ্রিল: সারা রাজ্যের সাথে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণের সংখ্য বৃদ্ধি পেতে চলেছে। সরকারি সূত্রে জানা যায় কালিয়াগঞ্জ পৌর এলাকায় ৩৩ জন এবং পঞ্চায়েত এলাকায় ২২ জন আক্রান্ত হয়েছে।সোমবার পর্যন্ত কালিয়াগঞ্জ ব্লকে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জন। খবরের জেরে এই মহুর্তে কালিয়াগঞ্জ পৌর সভার পক্ষ থেকে শহরের সর্বত্র মাইকের মাধ্যমে সতর্ক করার কর্মসূচি নেওয়া হয়েছে।কালিয়াগঞ্জের পৌর সভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান শচীন্দ্র নাথ সিংহ রায় বলেন পৌর সভার পক্ষ থেকে করোনা প্রতিরোধে বিভিন্ন ধরনের সতর্কতা মূলক ব্যবস্থ্যা গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার থেকে কালিয়াগঞ্জের সর্ববৃহৎ বাজার কালিয়াগঞ্জ পৌর বাজার এবং মহেন্দ্রগঞ্জ বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে সরকারি বিধি নিষেধ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।কালিয়াগঞ্জ পৌর সভার স্যানিটারি ইন্সপেক্টর সুরজিৎ কৈরী বলেন কালিয়াগঞ্জ পৌর সভার পক্ষ থেকে শহরের মানুষদের করোনা বিধি নিষেধ মেনে চলা ফেরা করবার জন্য ২৪ ঘন্টা ধরে শহরের সর্বত্র প্রচার করা হচ্ছে।পৌর সভার পক্ষ থেকে তারা সতর্ক দৃষ্টি রেখেছেন বলে জানান। অপরদিকে কালিয়াগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ২৪ ঘন্টা একনাগাড়ে মানুষকে সচেতন করতে করোনার বিধি নিষেধ মানার উপর জোর দিয়ে প্রচার করে চলেছে।এক সাক্ষাৎকারে কালিয়াগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রকাশ কুন্ডু বলেন আমরা বাজারে আসা মানুষদের বার বার মাস্ক পড়ার অনুরোধ করলেও অনেকেই সেই কথাকে গুরুত্ব দিচ্ছেনা।এখন প্রয়োজন পুলিশি পদক্ষেপ।পুলিস করা ভূমিকা গ্রহণ করলেই মাস্ক সবার মুখে দেখতে পাওয়া যেতে পারে।কালিয়াগঞ্জ থানার আই সি ডি দাস বলেন তাদের থানার পক্ষ থেকেও কালিয়াগঞ্জ শহর ও গ্রামের সর্বত্র মাইকিং করে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহারের জন্য প্রচার করা হচ্ছে।কিন্তু দেখা যাচ্ছে অনেকেই করোনা বিধিনিষেধ মানাকে গুরুত্ব দিচ্ছেনা।সেক্ষেত্রে আমাদের পুলিশ প্রশাসনকে হয়তো করা পদক্ষেপ গ্রহণ করতেই হবে বলে জানান।