গঙ্গারামপুরে পযার সাহিত্য সংস্থার বৈশাখ সংখ্য প্রকাশিত
1 min readগঙ্গারামপুরে পযার সাহিত্য সংস্থার বৈশাখ সংখ্য প্রকাশিত
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ২৩এপ্রিল: করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনেই পয়ার সাহিত্য পত্রিকার বৈশাখ সংখ্যা প্রকাশিত হ’ল গঙ্গারামপুরের মহারাজপুরে প্রয়াত স্বাধীনতা সংগ্রামী শ্রী সুধাংশু মোহন চৌধুরী’র বাসভবনে। গ্রীষ্মের বিকেলে গাছ গাছালিতে পরিপূর্ণ এই স্বাধীনতা সংগ্রামীর বাসভবনে পত্রিকার প্রকাশ আলাদা মাত্রা পায়। স্মৃতিমেদুর হয়ে পড়েন উপস্থিত প্রায় প্রত্যেকেই।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক অভিজিত সরকার, অধ্যাপক রাজীব সাহা, বিশিষ্ট লেখক অসীম তপস্বী, শিব নারায়ণ চক্রবর্তী, বাচিক শিল্পী ডলি গুহ ভট্টাচার্য প্রমুখ। পত্রিকার সম্পাদক সুবোধ দে জানান, করোনা পরিস্থিতির জন্য মানুষ অনেকেই একঘেয়ে জীবন যাপন করছেন। তাই আমরা কিছুটা অসুবিধা সত্ত্বেও আমাদের বৈশাখ সংখ্যা প্রকাশ করলাম। আশাকরি এই সংখ্যা সুধীজনের মননের পাথেয় হবে। পত্রিকার প্রকাশক দিব্যেন্দু সরকার বলেন, আমাদের পরবর্তী সংখ্যা হবে শারদ সংখ্যা। এর কাজ আমরা এখন থেকেই শুরু করেছি।