December 28, 2024

ঢাকের চারাম চারাম আওয়াজ এর মধ্য দিয়ে কালিয়াগঞ্জের জাতীয় কংগ্রেস কার্যত তৃণমূল কংগ্রেসকে সতর্ক করল

1 min read

 তন্ময় চক্রবত্তী ঃ- উত্তর  দিনাজপুরঢাকের 
চারাম  চারাম  আওয়াজ এর মধ্য দিয়ে আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ জাতীয় কংগ্রেস কার্যত তৃণমূল কংগ্রেসকে সতর্ক করে জানিয়ে দিল কালিয়াগঞ্জ কংগ্রেসের মাটি এই মাটি কে কখনোই কংগ্রেস থেকে বিচ্ছিন্ন করা যায় না সাময়িক কিছু সময়ের জন্য কংগ্রেস ক্ষমতায় না থাকলেও মানুষের মনে এবং হৃদয়ে আজও আছে কংগ্রেস তাই আজ কংগ্রেসের তরফে একটি বিজয় মিছিলে কয়েক হাজার মানুষের মিছিল প্রমানিত করল এই কথাটি


বর্তমান
সময়ে
কালিয়াগঞ্জ কংগ্রেস নাকি শেষ হয়ে গেছে এমনই কথাই মানুষের মুখে মুখে প্রচলন হয়ে গিয়েছিল,  যে কংগ্রেসের কোন আন্দোলন নেই,   এই দলে মানুষ নেই কিন্তু যেভাবে আজ কংগ্রেস দল চার রাজ্যের বিশাল সাফল্যে পর আজ কালিয়াগঞ্জ যে মিছিল করল হাজার হাজার মানুষের সমন্বয়ে এক কথায় প্রমাণ করে দেখিয়ে দিল জাতীয় কংগ্রেস কালিয়াগঞ্জে আসল  মানুষের দল ।

এক সাক্ষাৎকারে কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক তথা জেলা কংগ্রেসের নেতা প্রমথনাথ রায় আজ এই
কথাগুলি  বললেন।  তিনি বলেন
 এই কংগ্রেসের সাথে মানুষ আছে কালিয়াগঞ্জ  যে যাই বলুক  মানুষ এখনো কংগ্রেসকেই চায় এবং আগামী দিনে কংগ্রেসী এখানে পুনরায় ক্ষমতায় আসবে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});




(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তার জন্য আর কিছু দিন মাত্র সময়ের অপেক্ষা অন্য দিকে কালিয়াগঞ্জ এর টাউন কংগ্রেসের সভাপতি সুজিত দত্ত বলেন কালিয়াগঞ্জ কংগ্রেস নেই নেই বলে তৃণমূলের কংগ্রেসের কর্মীরা এবং নেতারা যে অপপ্রচার চালাচ্ছে কালিয়াগঞ্জ মানুষ আজ তাকে মিথ্যা প্রমাণিত করে দিল।আগামী দিনে আবারো কালিয়াগঞ্জ
এ পঞ্চায়েত সমিতি ও পৌরসভা কংগ্রেসের দখলে আসবে মানুষের মধ্যে এখন চাপা ক্ষোভ রয়েছে
সেই চাপা ক্ষোভের  আগামী পৌরসভা নির্বাচনে  বহিঃপ্রকাশ হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..