January 12, 2025

মনোহরপুরে সংযুক্ত মোর্চার সভায় তৃণমূল ও বিজেপি দলের সদস্যরা কংগ্রেস শিবিরে যোগ দিল

1 min read

মনোহরপুরে সংযুক্ত মোর্চার সভায় তৃণমূল ও বিজেপি দলের সদস্যরা কংগ্রেস শিবিরে যোগ দিল

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৬, এপ্রিল:সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকোল গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর ও জুগিপুকুর গ্রামের তৃণমূল ও বিজেপি দল থেকে বেশকিছু সদস্যরা সংযুক্ত মোর্চার একটি সভায় কংগ্রেস দলে যোগ দেয় বলে জানা যায়।সংযুক্ত মোর্চার সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিল্লী থেকে আগত কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ঘনিষ্ট তথা

কালিয়াগঞ্জ বিধান সভার কেন্দ্রীয় পর্যবেক্ষক মিনাত রহমানি।তিনি বলেন পশ্চিম বাংলায় গত দশ বছর ধরে তৃণমূলের মা মাটি মানুষের সরকার এই রাজ্যকে ভিখারিতে পরিণত করেছে।দশ বছর ধরে কোন বেকারের চাকরি হয়নি,হয়নি রাজ্যে কোন কলকারখানা,মহিলাদের সুরক্ষার কোন ব্যবস্থা নেই,দুর্নীতিতে এই সরকার সারা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।

অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করবার জন্য মরিয়া হয়েছে মোদি ও অমিত সা।বিজেপি এই রাজ্যের ক্ষমতায় এলে এই রাজ্যকে ধর্মের ভিত্তিতে ভাগ করে ফেলবে যা এই রাজ্যের পক্ষে মারাত্মক আকার ধারন করবে।তাই না তৃণমূল না বিজেপি এই রাজ্যে এমন একটি স্বচ্ছ ভাবমূর্তির সরকার গড়তে হবে যা একমাত্র সংযুক্ত মোর্চার পক্ষেই সম্ভব।এই সভায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী প্রভাস চন্দ্র সরকার,ব্লক কংগ্রেস সভাপতি সুজিৎ দত্ত,কালিয়াগঞ্জ শহর কংগ্রেস সভাপতি তুলসী জয়সোয়াল,যুব কংগ্রেস নেতা সৌম্য দত্ত,কালিয়াগঞ্জের ব্লক যুব সভাপতি গিরিধারী প্রামানিক সহ বহু বিশিষ্ট সংযুক্ত মোর্চার নেতাগন। ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *