January 12, 2025

এবার বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসবে বলে দিল রাজ্য সরকার

1 min read

এবার বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসবে বলে দিল রাজ্য সরকার

তনময় চক্রবর্তী, উত্তর দিনাজপুর  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলার মসনদে পুনরায় ফেরার জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে ভোট প্রচারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ চোষে বেড়াচ্ছেন। তিনি যখন চাইছেন পুনরায় রাজ্য সরকার গঠন হোক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। ঠিক তখন উল্টো চিত্র ধরা পরল উত্তর দিনাজপুর জেলার ইটাহার। এখানে খোদ রাজ্য সরকার ই জানাচ্ছে আগামী দিনে বিপুল ভোটে জিতে বামফ্রন্ট সরকার ই পুনরায় ब দখল করবে বাংলার মসনদ । এতে কোন সন্দেহ নেই। আর ইটাহার কেন্দ্রে জয়লাভ করবে বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী শ্রীকুমার মুখার্জি। আর তাই ড: শ্রীকুমার মুখার্জির হয়ে ভোট প্রচারে রাজ্য সরকারকে দেখা গেল বাড়ি বাড়ি গিয়ে বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে ভোট চাইতে।

প্রত্যেকটি বাড়িতে গিয়ে তাকে বলতে শোনা গেল আমার নাম রাজ্য সরকার আমি বামফ্রন্ট প্রার্থী শ্রীকুমার মুখার্জির হয়ে ভোট ভিক্ষা করতে এসেছি। আপনারা আশীর্বাদ করুন যাতে এখান থেকে জয়লাভ করতে পারে সিপিআই প্রার্থী শ্রীকুমার মুখার্জি।

পাশাপাশি গ্রামবাসীদের তিনি এটাও আশ্বস্ত করলেন যতই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রচারে বলুক না কেন তৃণমূল সরকার আসবে ক্ষমতায় কিন্তু তিনি রাজ্য সরকার হয়ে একশো শতাংশ নিশ্চিত হয়ে বলছেন এবার রাজ্যে ক্ষমতায় আসতে চলছে বামফ্রন্ট সরকার।

উল্লেখ্য রাজ্য সরকারের বাবা তার শখ করে নাম রেখেছিলেন রাজ্য সরকার। তার পরিবার আগাগোড়া বামপন্থী পরিবার। মনে প্রানে শুধু বামপন্থী নয় বিভিন্ন ভোটে তিনি বামপন্থীদের হয়ে ভোট প্রচারে বের হন। আজ যেমনটা দেখা গেল ইটাহারের সিপিআই প্রার্থী ড; শ্রীকুমার মুখার্জির হয়ে ভোট প্রচারে বাড়ি বাড়ি যেতে তাকে । এমন অভিনব প্রচার খুশি প্রার্থী শ্রীকুমার মুখার্জি ও বলেন রাজ্য সরকারের আশীর্বাদ থাকলে সব অসাধ্য কাজই সম্ভব হয়ে ওঠে কোন কোন সময়। এবারও রাজ্য সরকারের আশীর্বাদ তার মাথার উপর রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *